সাড়ে তিনকোটির প্রকল্প মালদহে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজ্যজুড়ে এসেছে উন্নয়নের জোয়ার। প্রত্যন্ত এলাকায় পৌঁছে গিয়েছে উন্নয়ন।

Must read

সংবাদদাতা, মালদহ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজ্যজুড়ে এসেছে উন্নয়নের জোয়ার। প্রত্যন্ত এলাকায় পৌঁছে গিয়েছে উন্নয়ন। মানুষের মুখে হাসি ফুটেছে। মালদহে সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন হল মঙ্গলবার। উদ্বোধন করেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। কালিয়াচক ২ নং ব্লকের ১১টি রাস্তা, ড্রেন ও বাউন্ডারি ওয়ালের শিলান্যাস করেন তিনি।

আরও পড়ুন-উৎসাহ, উদ্দীপনায় উত্তরে পালন খেলা হবে দিবস

উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের ৩.৫ কোটি ব্যায়ে এই প্রকল্পগুলি বাস্তবায়িত হবে। পাশাপাশি রথবাড়ি গ্রাম পঞ্চায়েতে দুটি চিলড্রেন পার্কের উদ্বোধন করেন। এছাড়াও গীতা মোড়ে ৬ লক্ষ টাকা ব্যয়ে নাকা চেকিং পয়েন্টের উদ্বোধনও করেন তিনি। ছিলেন মালদহ জেলাশাসক নীতিন সিংহানিয়া, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, বিধায়ক আবদুর রহিম বক্সি,সভাধিপতি এটিএম রফিকুল হোসেন।

Latest article