মেধাতালিকায় নরেন্দ্রপুরের তিন পরীক্ষার্থী

মাধ্যমিকের মেধাতালিকায় তাক লাগানো ফল করল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। মিশনের তিনজন ছাত্র এবার স্থান করে নিয়েছে মেধাতালিকায়।

Must read

প্রতিবেদন : মাধ্যমিকের মেধাতালিকায় তাক লাগানো ফল করল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। মিশনের তিনজন ছাত্র এবার স্থান করে নিয়েছে মেধাতালিকায়। তালিকার পঞ্চম স্থানে রয়েছে দু’জন— চৌধুরী মহম্মদ আসিফ ও সোমতীর্থ করণ। তাদের প্রাপ্ত নম্বর ৬৯১।

আরও পড়ুন-মেয়েদের উন্নয়নে বাংলার একাধিক প্রকল্পের ছাপ মাধ্যমিকে. দাপট দেখাল কন্যাশ্রীরা

আসিফ কামারপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র এবং সোমতীর্থ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। এছাড়াও অষ্টম স্থানে রয়েছে পুষ্পক রত্নম। তার প্রাপ্ত নম্বর ৬৮৮। সেও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। পুষ্পক বিহারের বাসিন্দা। ছোট থেকেই রামকৃষ্ণ মিশনের শিক্ষা ও অনুশাসনের প্রতি টান থেকেই তার রামকৃষ্ণ মিশনে ভর্তি হওয়া। পুষ্পক বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চায়। সামগ্রিকভাবেও মিশনের ফলাফল খুব ভাল হয়েছে এবার। গত বছরের তুলনায় এ বছরে মাধ্যমিকে ফল ভাল হওয়ায় খুশি মহারাজরা। পড়ুয়ারা জানিয়েছে, পরিবারের সাহায্য আর শিক্ষকদের গাইডেন্সই সাফল্য এনে দিয়েছে।

Latest article