নয়াদিল্লি : ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে দেশজুড়ে চলা আন্দোলন থামার কোনও লক্ষণই নেই। এরই মধ্যে বিষয়টি নিয়ে মামলা গড়াল সুপ্রিম কোর্টে। অগ্নিপথ প্রকল্প নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে তিনটি মামলা। অন্যদিকে কেন্দ্রও পাল্টা ক্যাভিয়েট দাখিল করেছে।
আরও পড়ুন-সংঘের তত্ত্বাবধানে বদল দেশের স্কুল পাঠ্যক্রমে
সোমবার অগ্নিপথের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আইনজীবী এমএল শর্মা। পরে মামলা দায়ের করেন আইনজীবী হর্ষ অজয় সিং এবং বিশাল তিওয়ারি। আইনজীবী হর্ষ অজয় সিং তাঁর আবেদনে বলেন, অগ্নিপথ প্রকল্প কার্যকর করার বিষয়টি পুনর্বিবেচনার জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেওয়া হোক। মামলাটি প্রধান বিচারপতির বেঞ্চে উল্লেখ করা হলে তবেই তার শুনানি হবে বলে জানিয়ে দিয়েছে বিচারপতি সি টি রবিকুমার এবং বিচারপতি সুধাংশ ধুলিয়ার অবকাশকালীন বেঞ্চ।