প্রতিবেদন : নৈহাটি তৃণমূল প্রার্থী সনৎ দে-র (Sanat Dey) হয়ে প্রচার করলেন কলকাতা ময়দানের তিন প্রধানের শীর্ষকর্তারা। সোমবার দলের সোশ্যাল মিডিয়ায় ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার, মোহনবাগানের দেবাশিস দত্ত এবং মহামেডানের মহম্মদ কামারুদ্দিন তৃণমূল প্রার্থী সনৎ দে-র ভুয়সী প্রশংসা করে বলেন, ক্রীড়াপ্রেমী এবং সংগঠক হিসেবে সনৎ দের তুলনা হয় না। বিশেষত তাঁরা উল্লেখ করেছেন, নৈহাটি স্টেডিয়ামের কথা। যেভাবে এই স্টেডিয়ামকে আগলে রেখেছেন সনৎ তা যথেষ্ট প্রশংসার দাবি রাখে। শুধু এই তিন কর্তাই নয় আইএফএ সচিব অনির্বাণ দত্তও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন এই তৃণমূল প্রার্থীকে। আইএফএ সচিব বলেন, সনৎ দে-র (Sanat Dey) মতো মানুষ ফুটবলের জন্য যা করেছেন তা মনে রাখার মতো এবং যখনই ফুটবলের ক্ষেত্রে তাঁর সাহায্য চাওয়া হয়েছে তিনি উজাড় করে দিয়েছেন। এখানেই শেষ নয়, সনৎ দে-র হয়ে মুখ খুলেছেন প্রাক্তন ফুটবলার (গোলকিপার) সংগ্রাম মুখোপাধ্যায়ও। তিনি স্পষ্ট জানিয়েছেন সনৎ দে-র মতো ফুটবলপ্রেমী মানুষ বিরল। তিনি সরাসরি বলেছেন, মানুষ তাঁকে ভোট দিন। ভারতবর্ষের ৩ শ্রেষ্ঠ ক্লাবের তিন কর্তা যেভাবে নৈহাটির তৃণমূল প্রার্থীকে প্রশংসায়, আস্থায় ভরিয়ে দিয়ে নৈহাটির মানুষকে বার্তা দিয়েছেন তা এর আগে কখনও হয়নি। সেদিক থেকে এই ঘটনার ইতিবাচক প্রভাব যথেষ্ট। সব মিলিয়ে এই উপনির্বাচনের আবহকে এদিনের এই বিশেষ বার্তা এক অন্য মাত্রায় পৌঁছে দিল।