প্রতিবেদন : বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে আসা বিনিয়োগের প্রস্তাবগুলি দ্রুত রূপায়ণের জন্য কমিটি গড়ল রাজ্য সরকার। শিল্প ছাড়াও বিভিন্ন দফতরের মধ্যে নিবিড় সমন্বয় ও নতুন শিল্প গড়তে বিভিন্ন বিভাগের ছাড়পত্র পেতে শিল্পপতিদের যেন কোনও অসুবিধা না হয় সেই লক্ষ্যে এই কমিটি গড়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যসচিব মনোজ পন্থের নেতৃত্বে রাজ্য স্তরের এই সমন্বয় কমিটি কাজ করবে।
১৯ সদস্যের স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটি নামে এই কমিটিতে শিল্প ছাড়াও অর্থ, বিদ্যুৎ, পরিবেশ, দমকলের মতো বিভিন্ন দফতরের সচিবদের রাখা হয়েছে। পাশাপাশি পুলিশের শীর্ষ কর্তারাও রয়েছেন। ইতিমধ্যেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে মুখ্যসচিবের দফতর থেকে। পাশাপাশি জেলাস্তরেও জেলাশাসকের নেতৃত্বে একটি করে কমিটি তৈরি করা হয়েছে। এই কমিটিকে রাজ্য কমিটির সঙ্গে সমন্বয় রেখে কাজ করার কথা বলা হয়েছে। উল্লেখ্য, পারস্পরিক সমন্বয়ের জন্য এই কমিটি তৈরি গড়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ৫ তারিখে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ঘোষণা করেছিলেন।