কলকাতার আহিরীটোলা ঘাটে (Ahiritola Ghat) মর্মান্তিক দুর্ঘটনা। বুধবার রাতে মৃতদেহ সৎকারের পর গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেলেন তিনজন। তবে তিনজনের মধ্যে দু’জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেলেও তৃতীয় জনকে মৃত অবস্থায় উদ্ধার হয়েছে।
আরও পড়ুন-লোহিত সাগরে ডুবল সাবমেরিন, বাড়ছে মৃতের সংখ্যা
নিমতলা শ্মশানে প্রতিবেশীর দাহকাজ শেষ করে দুই পরিচিতকে নিয়ে আহিরিটোলা ঘাটে (Ahiritola Ghat) স্নান করতে এসেছিলেন সৌমেন। সেখানেই তলিয়ে যান ৩ জন। মৃতের নাম সৌমেন মুন্সি। ২৩ বছরের যুবক মানিকতলার বাসিন্দা। স্থানীয়রা উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে গেলে সৌমেনকে মৃত বলে ঘোষণা করা হয়।