সংবাদদাতা, হাওড়া : সাঁকরাইল ব্লকের প্রশাসনিক রিভিউ বৈঠকে কাজের নিরিখে এগিয়ে থাকার জন্য তিনটি গ্রামপঞ্চায়েতকে পুরস্কৃত করা হল। গ্রামপঞ্চায়েতগুলি হল কান্দুয়া, পাঁচপাড়া ও রঘুদেববাটি। ঝোড়হাট মিনি ইনডোর কমিউনিটি হলে সাঁকরাইল (Sankrail) ব্লকের ওই রিভিউ বৈঠক হয়। ছিলেন স্থানীয় বিধায়ক প্রিয়া পাল, হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য, জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস, সহসভাধিপতি অজয় ভট্টাচার্য-সহ বিভিন্ন দপ্তরের জেলা ও ব্লকস্তরের আধিকারিকরা। হাজির ছিলেন ব্লকের ১৬টি গ্রামপঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানরা। বৈঠকে ১০০ দিনের কাজ-সহ বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। কোথায় কোন কোন কাজ বাকি আছে তা ধরে ধরে পর্যালোচনা করা হয়। বিধায়ক প্রিয়া পাল সমস্ত কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে বলেন। জেলাশাসক মুক্তা আর্য জানান ‘হাওড়ার প্রতিটি ব্লকেই এইরকম প্রশাসনিক রিভিউ বৈঠক হবে। সাঁকরাইল (Sankrail) ব্লক থেকে এই ধরনের বৈঠকের সূচনা হল।