প্রতিবেদন: সুপ্রিম কোর্টে (Supreme Court) পিছিয়ে গেল রাজ্যের তিনটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি৷ এদিন শীর্ষ আদালতের তিনটি আলাদা আলাদা বেঞ্চে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল, ওবিসি সার্টিফিকেট বাতিল ও ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল৷ কিন্তু তিনটি মামলার শুনানিই পিছিয়ে গিয়েছে৷ প্রধান বিচারপতি সঞ্জীব খান্না নির্দেশ দিয়েছেন স্কুল সার্ভিস কমিশনের ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি হবে ১৫ জানুয়ারি, দুপুর ২টোয়৷ এদিন বিচারপতিদের বেঞ্চ সংক্রান্ত কম্বিনেশনে সমস্যা থাকায় শেষ মুহুর্তে শুনানি পিছিয়ে যায়৷
আরও পড়ুন- উপাচার্য নিয়োগে বদল ইউজিসির, নতুন নিয়মকে সমর্থন নয় ব্রাত্যর
বিচারপতি বি আর গভাই জানিয়েছেন ২৮ এবং ২৯ জানুয়ারি হবে ওবিসি মামলার শুনানি৷ মূলত সময়ের অভাবে এই মামলা পিছিয়ে যায়। বিচারপতি ঋষিকেষ রায় জানান, মার্চ মাসে হবে ডি এ মামলার শুনানি৷ তবে কবে হবে সেই শুনানি, সেই তারিখ জানাননি বিচারপতি ঋষিকেষ রায়৷ একইসঙ্গে তিনি আভাস দিয়েছেন মার্চে এই মামলার শুনানির আগেই তিনি অবসর গ্রহণ করতে পারেন৷ সেক্ষেত্রে নতুন বেঞ্চে হতে পারে ডিএ মামলার শুনানি৷ প্রসঙ্গত, এর আগে সুপ্রিম কোর্টে ১২ বার পিছিয়ে গেছে ডিএ মামলার শুনানি৷ ২০২২ সালের ২৮ নভেম্বর প্রথমবার শীর্ষ আদালতে (Supreme Court) ডিএ মামলার শুনানি হয়েছিল বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও বিচারপতি ঋষিকেষ রায়ের বেঞ্চে৷