বঙ্গ

৯৭ একর জমিতে গড়ে উঠছে তিনটি শিল্প পার্ক

প্রতিবেদন : ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে ফের একটি যুগান্তকারী পদক্ষেপ রাজ্যের। দক্ষিণ ২৪ পরগনায় তিনটি শিল্প পার্ক (industrial parks) গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্ষুদ্র থেকে ছোট ও মাঝারি শিল্পোদ্যোগীদের এক ছাতার তলার আনার প্রক্রিয়া চলছে জেলায় জেলায়। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় উৎপল দত্ত মঞ্চে অনুষ্ঠিত ‘সিনার্জি’তে জেলার শিল্পোন্নয়নে এমনই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। জেলায় তিনটি শিল্প পার্ক গড়ে উঠলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
শিল্পের প্রসার ঘটিয়ে অর্থনীতিকে শক্তিশালী করতে জেলায় জেলায় বিশেষ কর্মসূচি গ্রহণ করছে রাজ্য সরকার। দক্ষিণ ২৪ পরগনার সিনার্জিতে উপস্থিত ছিলেন বিভাগীয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ পাণ্ডে, ইউ স্বরূপ, নিখিল মণ্ডল, ধাওয়াল জৈন প্রমুখ৷ এছাড়া ছিলেন মন্ত্রী দিলীপ মণ্ডল, বিধায়ক অশোককুমার দেব, মোহনচন্দ্র নস্কর, দুলাল দাস, আবদুল খালেক মোল্লা, অতিরিক্ত জেলাশাসক ভাস্কর পাল, সাদ্দাম নাভাস–সহ অন্য জনপ্রতিনিধি ও আধিকারিকরা৷

আরও পড়ুন- বাংলার একান্ত উদ্যোগে বাংলার মানুষের বাড়ি

২০২৪-২৫ আর্থিক বছরে কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ১,১৯০টিরও বেশি আবেদন অনুমোদন করা হয়েছে। ‘বঙ্গশ্রী’ প্রকল্পের অধীনে ২০২৪-২৫ বর্ষে ১.৫৯ কোটি টাকা প্রদান করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ৬টি ইউনিটে। কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা জেলার অংশগ্রহণকারী উদ্যোক্তাদের কাছ থেকে প্রায় ২,৫০০ কোটি টাকা বিনিয়োগ প্রস্তাব এসেছে। আগামী বছরগুলোতে এই পরিমাণ ৬,০০০ কোটি টাকা অতিক্রম করতে পারে বলে মনে করে প্রশাসন৷ প্রস্তাবিত শিল্পের মাধ্যমে ৭০ হাজার মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। এদিন ক্যানিং-১, কুলপি এবং বজবজ-২ ব্লকের তিনটি রেডিমেড গার্মেন্ট ক্লাস্টারকে স্কুল ইউনিফর্ম তৈরির জন্য সেলাই মেশিন এবং আনুষঙ্গিক সামগ্রী সরবরাহ করা হয়। ব্যয় হয়েছে ৪৮ লক্ষ টাকা। এই তিনটি ক্লাস্টারে যুক্ত রয়েছেন মোট ১,০৪০ জন মহিলা। এছাড়া বারুইপুরে গ্রিন ফায়ারক্র্যাকার ক্লাস্টারের জন্য ৪১টি স্টলে বিক্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে৷ যার জন্য খরচ হয়েছে ২.৪৭ কোটি টাকা। এই প্রকল্পটির মাধ্যমে বারুইপুরে আতশবাজি তৈরির জন্য প্রায় ২৫০০ মানুষের কর্মসংস্থান হয়েছে৷ এদিন সিএআইপি প্রকল্পের অধীনে দক্ষিণ ২৪ পরগনায় প্রায় ৯৭ একর জমি নিয়ে তিনটি শিল্প পার্ক (industrial parks) স্থাপন প্রকল্পের প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পে প্রায় ৫০০ কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনা রয়েছে এবং ৩ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

Jago Bangla

Recent Posts

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

23 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

10 hours ago

চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা, বলছে জনতা

সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…

10 hours ago