সংবাদদাতা, দুর্গাপুর : গ্রাফাইট কারখানায় গরম পিচ ছিটকে জখম তিন। ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের গ্রাফাইট কারখানায়। ঘটনাস্থলে কোকআভেন থানার পুলিশ। শ্রমিক সংগঠন সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে কাজ করছিলেন অভিজিৎ ভুঁই, উজ্জ্বল মুখোপাধ্যায় ও মৃণাল রায়। ওপরে ওয়েল্ডিংয়ের কাজ হচ্ছিল। সেই ওয়েল্ডিংয়ের আগুন পিচের সংস্পর্শে আসতেই তিনজন ঝলসে যান।
আরও পড়ুন-পিঠেপুলি উৎসবে গানে মাতালেন পুলিশকর্তারা
গুরুতর জখম হন মৃণাল রায়। তিনজনকেই বিধাননগরের বেসরকারি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। মৃণাল রায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। চিকিৎসক তীর্থ মুখোপাধ্যায় বলেন, তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। বেশি আশঙ্কাজনক মৃণাল রায়। শ্রমিকদের নিরাপত্তার দাবি তুলে বিক্ষোভে ফেটে পড়েন শ্রমিক সংগঠনের সদস্যরা।

