প্রতিবেদন : অতীতের থেকে শিক্ষা নিয়ে নিরাপত্তা ব্যবস্থাকে আরও হাতের তালুর মধ্যে নিয়ে আসার চেষ্টা করছে মধ্যশিক্ষা পর্ষদ। সেই কারণেই পরীক্ষার ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য গঠিত ত্রিস্তরিয় কমিটির সদস্য সংখ্যা বাড়ানো হচ্ছে। পর্ষদ মনে করছে এর ফলে পরীক্ষার ব্যবস্থায় কারচুপি রুখে দেওয়া যাবে।
আরও পড়ুন-পাটনায় অধ্যক্ষ সম্মেলনে যাচ্ছেন বিমান বন্দ্যোপাধ্যায়
পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, গতবছর থেকেই এই কমিটি গঠন করা হয়েছে। এই বছর নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে। ডিস্ট্রিক্ট নোডাল অ্যাডভাইজারি, ডিস্ট্রিক্ট মনিটরিং এবং ইমারজেন্সি রেসপন্স টিম নামের তিনটি কমিটি করা হয়েছে। এই দলের সদস্যরা পরীক্ষা শুরু হওয়ার আগে থেকে পরীক্ষা শেষ হওয়ার পরে পর্যন্ত নজরদারি চালাবে। কোথাও কোনও রকম অভিযোগ পেলে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেবে। এছাড়াও পর্ষদকে গোটা বিষয়টি জানাবে। এরপর পর্ষদের নির্দেশমতো তারা সেই সমস্যা বিহিত করবে।