জম্মু-কাশ্মীরে হত তিন জঙ্গি, গত সপ্তাহে দুই সেনা সহ ১২ জনের মৃত্যু

জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা বাহিনী দীপাবলি উৎসবের মরসুমের প্রস্তুতিতে জম্মু অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ি করার সময় ঘটনাটি ঘটেছে।

Must read

প্রতিবেদনে: দীপাবলির আগে সেনার উপর আবার হামলার চেষ্টা হল উপত্যকায়। সোমবার জম্মু ও কাশ্মীরের আখনুর সেক্টরে সেনাবাহিনীর গাড়িতে গুলি চালানোর পর দুই পক্ষের বন্দুকযুদ্ধে অন্তত তিনজন জঙ্গি নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনী এলাকা থেকে প্রচুর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। এদিন সকাল ৭টা নাগাদ বাটাল এলাকায় তিন সন্ত্রাসবাদী সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি চালায়। নিরাপত্তা বাহিনী দ্রুত এলাকা ঘিরে ফেলে এবং তল্লাশি শুরু করে।

আরও পড়ুন-লোকচক্ষুর আড়ালে ৫১ পীঠের অন্যতম ভ্রামরীদেবীর মন্দির

জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা বাহিনী দীপাবলি উৎসবের মরসুমের প্রস্তুতিতে জম্মু অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ি করার সময় ঘটনাটি ঘটেছে। উল্লেখ্য, গত সপ্তাহে জম্মু ও কাশ্মীর জুড়ে বিশেষত উপত্যকায় একাধিক বন্দুকযুদ্ধে দুই সেনা সহ কমপক্ষে ১২ জন নিহত হয়। গত ২৪ অক্টোবর জঙ্গিরা বারামুল্লার গুলমার্গের কাছে একটি সেনাবাহিনীর গাড়িতে অতর্কিত হামলা চালিয়ে দুই সেনা এবং দুই পোর্টারকে হত্যা করে। তার আগের দিন উত্তরপ্রদেশের এক কিশোর ত্রালে পৃথক হামলায় আহত হয়েছিল, যা কাশ্মীরের মধ্যে এক সপ্তাহে অভিবাসী শ্রমিকদের উপর তৃতীয় আক্রমণ। ২০ অক্টোবর জঙ্গিরা গান্দেরবাল জেলার সোনামার্গে একটি নির্মাণ সাইটে একজন ডাক্তার এবং ছয় অভিবাসী শ্রমিক সহ সাতজনকে হত্যা করে। এই ঘটনার দুদিন আগে বিহারের আরেক অভিবাসী শ্রমিকের ওপর হামলা হয়। বারবার এধরনের জঙ্গি হামলার প্রেক্ষিতে ২৪ অক্টোবর জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরের বাড়িতে একটি উচ্চ-পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। দীপাবলির আগে চোরাগোপ্তা আক্রমণ ঠেকাতে সতর্ক থাকতে বলেছে প্রশাসন।

Latest article