ভাঙড়ে তৃণমূল নেতা খুনে ধৃত আরও তিন

Must read

প্রতিবেদন : ভাঙড়ের (Bhangar) তৃণমূল নেতা রাজ্জাক খাঁকে খুনের ঘটনায় এবার পুলিশের জালে আরও তিন। মূল অভিযুক্ত মোফাজ্জল মোল্লাকে জেরায় খুনের নেপথ্যে জড়িত আরও তিনজনের খোঁজ পায় লালবাজারের বিশেষ তদন্তকারী দল। রবিবার রাতের মধ্যেই বিজয়গঞ্জ বাজার ও চক মরিচা এলাকা থেকে জাহান আলি খান, আজহারুদ্দিন মোল্লা ও রাজু মোল্লা নামে আরও তিন যুবককে গ্রেফতার করে কাশীপুর থানার পুলিশ। ধৃতদের সোমবার বারুইপুর আদালতে পেশ করে ১৪ দিনের হেফাজতের আবেদন জানায় পুলিশ। তাদের বিরুদ্ধে বিএনএস-এর ধারা ১০৩ এবং ২৫/২৫ অস্ত্র আইনের ধারায় মামলা রুজু হয়েছে। অন্যদিকে, তৃণমূল নেতা-খুনের প্রতিবাদে ভাঙড়ে (Bhangar) মিছিলের ডাক দিয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। গত বৃহস্পতিবার চালতাবেড়িয়ার তৃণমূল অঞ্চল সভাপতি রাজ্জাক খাঁকে খুনের তীব্র প্রতিবাদ করেছে তৃণমূল। দলের সাফ বক্তব্য, পুলিশি তদন্তে যারা অভিযুক্ত হবে, তাদের গ্রেফতার করবে পুলিশ। তদন্তে হস্তক্ষেপ করবে না দল। পুলিশি তদন্তে আস্থা প্রকাশ করেছেন বিধায়কও।

আরও পড়ুন-নিয়োগ বিজ্ঞপ্তি মামলার শুনানি শেষ স্থগিত রায়দান

Latest article