দম্পতি-খুনে মেয়ে-সহ তিনজনের যাবজ্জীবন

Must read

সংবাদদাতা, বারাসত : হাবড়ার (Habra Murder csea) দম্পতি-খুনে তাঁরই মেয়ে, জামাই-সহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করল বারাসত জেলা আদালত। সোমবার বারাসত জেলা এসিজেএম (পঞ্চম) আদালতের বিচারক দীপালি শ্রীবাস্তব সাজা ঘোষণা করেন। সাজাপ্রাপ্তরা হলেন দম্পতির ছোট মেয়ে নিবেদিতা, জামাই বান্টি সাধুখাঁ ও তার শাগরেদ অজয় দাস। যাবজ্জীবন সাজার সঙ্গে আরও পাঁচ হাজার টাকা জরিমানা করেছে আদালত। অনাদায়ে আরও ছ-মাসের জেল। এর সঙ্গে অজয় দাসের কাছ থেকে আর্মস উদ্ধার হওয়ার কারণে তাকে আরও পাঁচ বছরের জেল ও ৫০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস জেলের রায় দেন বিচারক। ১৫ সেপ্টেম্বর, ২০২০, মঙ্গলবার রাতে হাবড়ার টুনিঘাটা লন্ডন পাড়ার বাড়িতে রক্তাক্ত দেহ উদ্ধার হয় প্রাক্তন সেনাকর্মী রামকৃষ্ণ মণ্ডল এবং তাঁর স্ত্রী লীলারানি মণ্ডলের। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় ও বুকে গুলি করে খুন করা হয়েছিল দম্পতিকে। তদন্তে নেমে পুলিশ ওই দম্পতির ছোট জামাই বান্টি সাধুখাঁ, তার শাগরেদ অজয় দাস এবং বান্টির স্ত্রী নিবেদিতা সাধুখাঁ মণ্ডলকে গ্রেফতার করে। পুলিশি জেরায় তারা খুনের কথা স্বীকারও করে নিয়ে জানায়, বাজারে বান্টির প্রায় ৮-১০ লক্ষ টাকা দেনা। পাওনাদারদের চাপ সামাল দিতে সে শ্বশুর, শাশুড়িকে চাপ দিতে শুরু করে। তাঁরা টাকা দিতে অস্বীকার করলে অজয়ের সঙ্গে পরিকল্পনা করে দম্পতিকে খুন করে বান্টি। সমস্ত সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে বান্টি, অজয় এবং নিবেদিতাকে দোষী সাব্যস্ত করে বারাসত আদালত।

আরও পড়ুন- তিন দশক পর কুলতলির সমবায় তৃণমূলের দখলে

Latest article