নতুন বছর শুরু হতেই হিমাচল প্রদেশে (Himachal Pradesh) ডালহৌসির কাছে বানিখেতের একটি রিসর্টের মালিককে খুনের অভিযোগ উঠল তিন পুলিশকর্মীর বিরুদ্ধে। এদিনের ঘটনায় রিসর্টের এক কর্মীও গুরুতর আহত হয়েছেন। জানা গিয়েছে, মদ খেতে চেয়ে রিসর্টে তিনজন পুলিশ তাণ্ডব চালান। মধ্যরাতের নতুন বছরকে স্বাগত জানানোর উৎসব চলাকালীন মদ এবং খাবার চাইলেও রিসর্ট থেকে তিন পুলিশকর্মীকে বারণ করে দেওয়া হয়। এর পরেই শুরু হয় বচসা এবং হাতাহাতি। বেগতিক মাত্রায় হাতাহাতির ফলে রিসর্ট মালিকের মৃত্যু হয়েছে। অভিযুক্তদের মধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন-পিছিয়ে বিজেপি-শাসিত রাজ্যগুলি, ৬১% স্কুলে নেই নিউট্রিশন গার্ডেন
মঙ্গলবার রাতে ওই রিসর্ট মালিককে খুন করা হয়। রিসর্ট থেকে তিন পুলিশকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সূত্রে খবর, মধ্যরাতের পর ওই তিন জন পুলিশকর্মী রিসর্টে গিয়েছিলেন। খাবার এবং মদ চেয়ে না পেয়ে ক্ষুব্ধ হন তারা। রিসর্টের কর্মীর সঙ্গে তাঁদের বচসা শুরু হয়। তাঁরা মত্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ জানান কর্মীরা। সেই সময়ে রিসর্টের মালিক রাজেন্দ্র পরিস্থিতি সামাল দিতে এসেছিলেন । তাঁর সঙ্গেও অভিযুক্তদের বচসা শুরু হয়। তাঁদের এক জন ধাক্কা দেয় রাজেন্দ্রকে। তিনি আহত হন এবং মেঝেতে পড়ে যান। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন-মোদীরাজ্যে কবর থেকে দেহ চুরি করে গাড়িতে আগুন ধরালেন ব্যবসায়ী
ঘটনা প্রকাশ্যে আসতেই তিন পুলিশকর্মীর শাস্তির দাবিতে চম্বা-পাঠানকোট জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। অভিযুক্ত কনস্টেবলদের গ্রেফতার করে তাঁদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের সাসপেন্ড করে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।