সংবাদদাতা, হাওড়া, তুফানগঞ্জ : দোলের দিন দুটি পৃথক পথদুর্ঘটনায় (Road Accident) হাওড়ার বাগনান ও আমতায় প্রাণ হারালেন ৫ যুবক। প্রথম ঘটনাটি উলুবেড়িয়ার গঙ্গারামপুরে। একটি বাইকে তিন যুবক বেপরোয়া গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি পোস্টে ধাক্কা মারেন। তিনজনই রাস্তায় ছিটকে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা নিতাই পাল (২৬) ও প্রদ্যুৎ মাইতিকে (২৪) মৃত ঘোষণা করেন। আহত রবীন পালের অবস্থা আশঙ্কাজনক। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। আহত ও নিহতদের বাড়ি বাগনানের কালিকাপুরে। অপর ঘটনাটি (Road Accident) আমতা ব্লকের চন্দ্রপুরে। সেখানকার পানপুর অশ্বত্থতলায় আমতা-রানিহাটি রোড ধরে একটি বাইকে তিন যুবক যাওয়ার সময় উল্টোদিক থেকে আসা একটি গাড়ি বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হাসপাতালে রাতে কার্তিক পাত্র (২০) ও কৌশিক কোলে (২১) মারা যান। এঁদের বাড়ি আমতার সোমেশ্বরে। মৃত অন্য যুবকের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। যুবকেরা মদ্যপ অবস্থায় থাকার ফলেই দুটি ক্ষেত্রেই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক অনুমান পুলিশের।
জাতীয় সড়কের উপর বাইক ও ট্রাভেলার গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হল যুবকের। বুধবার তুফানগঞ্জ ১ ব্লকের নতুনবাজার এলাকায়। মৃত যুবকের নাম বিট্টু অধিকারী (২৯)। ঘাতক গাড়ির চালককে আটক করেছে তুফানগঞ্জ পুলিশ।
আরও পড়ুন: শিয়ালদহ মেন লাইনে ২১ জোড়া ট্রেন বাতিল