মুম্বই, ২০ মার্চ : আইপিএল শুরুর দু’দিন আগে তিন-তিনটি নিয়মে বদল আনল ভারতীয় ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার মুম্বইয়ে আয়োজিত সব দলের অধিনায়কদের নিয়ে ‘ক্যাপ্টেন্স মিট’-এ যা চূড়ান্ত হয়েছে।
এখন থেকে আইপিএলের ম্যাচে বলে মুখের লালা ব্যবহার করতে পারবেন বোলাররা। কোভিডের সময় মুখের লালা বলে ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল আইসিসি। সম্প্রতি এক সাক্ষাৎকারে মহম্মদ শামি জানিয়েছিলেন, যেহেতু এখন আর করোনা সংক্রমণের সম্ভাবনা নেই, তাই লালা ব্যবহারে অনুমতি দেওয়া হোক। এদিনের সভাতেও বেশিরভাগ অধিনায়কই লালার ব্যবহারে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পক্ষে মত দিয়েছেন। কেউ কেউ মৃদু আপত্তি জানালেও, শেষ পর্যন্ত নিষেধাজ্ঞা তুলে নেয় বোর্ড। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এই নিষেধাজ্ঞা আদৌ উঠবে কি না, সেটা এখনও স্পষ্ট নয়।
দ্বিতীয়টি হল, এখন থেকে আইপিএলের ম্যাচে যে দল দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করবে, তারা দু’টি নতুন বল ব্যবহার করতে পারবে। একটি ইনিংসের শুরুর সময়। দ্বিতীয়টি ১১তম ওভারের পর যে কোনও সময়ে। যা ঠিক করবে ফিল্ডিং দল।
আইপিএল চলাকালীন ভারতের প্রায় সব মাঠেই প্রচুর শিশির পড়ে। পরের দিকে বোলারদের বল গ্রিপ করতে সমস্যা হয়। তাই টস জিতে প্রত্যেক অধিনায়কই প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়ে থাকেন। যাতে দুই প্রতিদ্বন্দ্বী দলই সমান সুযোগ পায়, তাই এই নিয়ম চালু করা হচ্ছে। তবে নতুন বল ব্যবহারের ক্ষেত্রে শর্ত রয়েছে। ১১তম ওভারের পর আম্পায়াররা বল পরীক্ষা করবেন। যদি অত্যধিক শিশিরে বল ভিজে যায়, তাহলেই নতুন বল ব্যবহারের অনুমতি পাওয়া যাবে। তবে দুপুরের ম্যাচে এই নিয়ম প্রযোজ্য হবে না।
এছাড়া এবার থেকে উচ্চতা এবং অফ স্টাম্পের বাইরের ওয়াইড বলে ডিআরএস নেওয়া হলে, হক-আই ও বল ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করা যাবে। উল্লেখ্য, ওয়াইড বলের ক্ষেত্রে ডিআরএস নেওয়ার নিয়ম গত বছর থেকেই আইপিএলে চালু হয়েছিল। এবার থেকে তার সঙ্গে যোগ হল প্রযুক্তির ব্যবহারও।