কুণালের কথা-সুর, তিন গানের অ্যালবাম এবার পুজোর চমক

আসছে পুজো। সাজো সাজো রব। এই সময় পুরনো ঐতিহ্য বজায় রেখে কসমিক হারমোনি নিয়ে এল তিনটি নতুন বাংলা গানের পুজো অ্যালবাম।

Must read

আসছে পুজো। সাজো সাজো রব। এই সময় পুরনো ঐতিহ্য বজায় রেখে কসমিক হারমোনি নিয়ে এল তিনটি নতুন বাংলা গানের পুজো অ্যালবাম। দুটি প্রেমের গান, একটি নারীশক্তির সাফল্য ও দৃঢ়তার। রবিবার, আনুষ্ঠানিকভাবে অ্যালবাম প্রকাশ করেন রাজ্যের দুই মন্ত্রী ইন্দ্রনীল সেন ও ব্রাত্য বসু। ছিলেন বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কসমিক হারমোনির কর্ণধার সুমন চট্টোপাধ্যায়, সাংবাদিক সুমন ভট্টাচার্য প্রমুখ।
বড় চমক, তিনটি গানই প্রাক্তন সাংসদ, সাংবাদিক কুণাল ঘোষের লেখা। প্রেমের গানদুটির সুরারোপ করেছেন তিনিই। অন্যটির সুরকার গৌতম ব্রহ্ম। প্রেমের গানদুটির ভিডিওতে এই প্রথম ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এআই প্রযুক্তির চরিত্র।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পথে নামলেন পুজোর আয়োজকরা

‘ফেসবুক’ শীর্ষক গানটি গেয়েছেন রূপঙ্কর বাগচি ও শিউলি সমাদ্দার। ফুটে উঠেছে হারিয়ে যাওয়া সম্পর্কের ছবি। ‘আমার গানেতে’ গেয়েছেন অভিজিৎ ঘোষ ও শিউলি সমাদ্দার। গানটি দেয় কানের আরাম, প্রাণের আরাম। এআই প্রযুক্তির ভিডিও করেছেন অতনু দে। ‘তুমি জাগো’ গানটি গেয়েছেন তপোমিতা গঙ্গোপাধ্যায়। সঙ্গীতায়োজনে গৌতম ব্রহ্ম-শমীক কুণ্ডু। ভিডিও সম্পাদনা বিদ্যুৎ রায়ের। মিক্সিং করেছেন সঞ্জয় ঘোষ।
অ্যালবাম প্রকাশ অনুষ্ঠান জমিয়ে দেন দুই মন্ত্রী, ইন্দ্রনীল সেন ও ব্রাত্য বসু। তাঁরা এআই ব্যবহারে গানের ভিডিও অ্যালবাম তৈরির ভূয়সী প্রশংসা করেন। গান তৈরির টিমকে অভিনন্দন জানিয়ে ইন্দ্রনীল সেন বলেন, আগামী বছর এঁদের অ্যালবামে তিনিও গাইবেন। আগামী বছর গানের ভিডিওর অংশ হওয়ার ইচ্ছাপ্রকাশ করেন সায়ন্তিকাও।
গানগুলি পাওয়া যাচ্ছে কসমিক হারমোনির ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে। আশা করা যায়, তিনটি গানই এবারের শারদোৎসব মাতাবে।

Latest article