বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপর নির্যাতন অব্যাহত। বেছে বেছে বাঙালি-অত্যাচার কেন? এই প্রশ্নের জবাব এখনও মেলেনি। এবার বাংলা বলার অভিযোগে ছত্তিশগড়ে (chhattisgarh) ট্রেন থেকে নামিয়ে দেওয়া হল ৩ বাঙালি পড়ুয়াকে। অভিযোগ, পশ্চিমবঙ্গের তিন কিশোর পুলিশি জিজ্ঞাসাবাদের সময় হিন্দিতে কথা বলতে না পারায় তাদের আটক করা হয়। এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছে তৃণমূল কংগ্রেস।
পূর্ব বর্ধ্মানের কেতুগ্রামের গঙ্গাটিকুরি পঞ্চায়েতের ঝামটপুর গ্রামের দাসপাড়ার বাসিন্দা দিনমজুর দম্পতি পূর্ণচন্দ্র দাস ও সুখীদেবীর একমাত্র পুত্র কার্তিক দাস (১৬)। সে বহরান জয়দুর্গা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। ওই পাড়ার আরও দুই কিশোর রাকেশ দাস ও রতন দাস রোজগারের উদ্দেশ্যে গুজরাতের সুরাটে যাচ্ছিল। শুক্রবার বাড়ি থেকে বের হয়েছিল সুরাটের একটি পাউরুটি কারখানায় কাজে যোগ দিত। রাকেশও কার্তিকের সঙ্গে একই স্কুলে লেখাপড়া করত। মোট ৯ জন যাচ্ছিল সুরাটে। রাকেশের বাবা বাণেশ্বর দাস বলেন, “আমার ছেলে-সহ তিনজন দেড় মাস আগে সুরাটে গিয়েছিল। দু’সপ্তাহ আগে বাড়ি আসে। এরপর আবার একটি দল কাজে যাচ্ছিল। ওই দলে মুর্শিদাবাদের দুটি ছেলেও রয়েছে। শনিবার সন্ধেয় ফোন করে জানানো হয় ছত্তিশগড় স্টেশনে তিনজনকে নামানোর পর রায়পুরে রেলপুলিশ আটক করে।”
আরও পড়ুন-মেয়ের কাছেই থাকবে বাংলা: মোদির দিশাহীন সিঙ্গুর বৈঠকের পর জানিয়ে দিলেন অভিষেক
কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনাওয়াজ বলেন, “বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন চালানো হচ্ছে। প্রশাসনিক স্তরে কথা বলছি। ওদের নিরাপদে উদ্ধার করে বাড়ি ফিরিয়ে আনার কথা বলেছি।”দিনের পর দিন বিজেপিশাসিত উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, অসম, ছত্তিশগড়, গুজরাত-সহ দেশের বিভিন্ন রাজ্যে আক্রান্ত-নির্যাতিত বাঙালিরা। প্রতিবাদ চলছে। তারপরেও বাঙালিদের উপর অত্যাচার চালাচ্ছে।
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…