স্কুল থেকে ফেরার পথে পুকুরে পুলকার উল্টে মৃত তিন পড়ুয়া

স্থানীয় বাসিন্দাদের দাবি, গতি বেশি থাকাতেই এই দুর্ঘটনা। গাড়ি পুকুরে পড়তেই গাড়ির চালক কোনওক্রমে গাড়ি থেকে বেরিয়ে পালিয়ে যায়।

Must read

সোমবার দুপুর ৩.৩০ নাগাদ উলুবেড়িয়ার (Uluberia) জগদীশপুরের একটি বেসরকারি স্কুলের পাঁচ পড়ুয়াকে নিয়ে বহিরা এলাকায় যাচ্ছিল একটি বেসরকারি পুলকার। বহিরা দাসপাড়ার দিকে যাওয়ার সময় বহিরা শ্মশানতলার কাছে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায় পুলকারটি। স্থানীয় বাসিন্দাদের দাবি, গতি বেশি থাকাতেই এই দুর্ঘটনা। গাড়ি পুকুরে পড়তেই গাড়ির চালক কোনওক্রমে গাড়ি থেকে বেরিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন-প্রধান বিচারপতি পদে শপথ সূর্য কান্তর: শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, অভিনন্দন অভিষেকের

সেই সময়েই স্থানীয় বাসিন্দারা খুদে পড়ুয়াদের উদ্ধারে হাত লাগায়। দুই খুদে গাড়ির জানলা দিয়ে কোনওক্রমে বেরিয়ে আসে। বাকি দুই ছাত্র ও এক ছাত্রী বেরোতে পারেনি। স্থানীয় বাসিন্দারা গাড়িটি তুলে কোনওক্রমে তাদের বের করে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন-‘রাজনৈতিক চাপে বেআইনি সিদ্ধান্ত’ প্রশ্ন তুলে জ্ঞানেশ কুমারকে ফের কড়া চিঠি মুখ্যমন্ত্রীর

ঘটনার পর গোটা এলাকায় শোকের ছায়া। বাড়ি ফেরার পথে সন্তানদের হারানোর শোকে হাসপাতালে পৌঁছে কান্নায় ভেঙে পড়ে সন্তানহারা পরিবারগুলি। ফেরার গাড়ি চালকের সন্ধান চালাচ্ছে পুলিশ। ঘটনাস্থলে গিয়ে তদন্তে উলুবেড়িয়া থানার পুলিশ। সেই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে পুলকারটি নিয়ম মেনে চলত কি না। সেক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষের দায়িত্বও খতিয়ে দেখা হচ্ছে।

Latest article