সংবাদদাতা, জলপাইগুডি় : দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিন চা-শ্রমিকের। পরিবারের পাশে দাঁড়ল রাজ্য। নাগরাকাটায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিন চা-শ্রমিক। আহত হন প্রায় ১৭ জন। গত সোমবার নাগরাকাটার আপার গাঠিয়া এলাকায় চা-বাগানের উদ্দেশ্যে যাওয়া একটি পিকআপ ভ্যান সুভাষিণী মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয় সুন্দর মাঝি, মন খালকো, মনীষা নাজিয়ার। দুঃখজনক এই ঘটনায় শোক প্রকাশ করে তৃণমূল।
আরও পড়ুন-শুল্কনীতির জেরে সংকটে ভারতীয় বস্ত্রশিল্প, বিকল্প পথের খোঁজ চলছে
বৃহস্পতিবার নাগরাকাটা বিডিও অফিসের উদ্যোগে মৃত শ্রমিকদের পরিবার ও আহতদের হাতে পৌঁছে দেওয়া হয় বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী। চাল, ডাল, তেল, মশলা, অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের পাশাপাশি ছোট শিশুদের জন্য বিশেষ পুষ্টিকর খাবারও প্রদান করা হয়। একই সঙ্গে প্রত্যেক পরিবারের হাতে দেওয়া হয় পাঁচ হাজার টাকার আর্থিক সাহায্য। ত্রাণসামগ্রী হাতে তুলে দেন নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল চা-শ্রমিক ইউনিয়ন নেতা সঞ্জয় কুজুর। তিনি বলেন, আহতদের চিকিৎসার দিকেও সরকার নজর রাখছে।