তিন মহিলার ফাঁসি

এক সপ্তাহের মধ্যেই ইরানে একই দিনে ফাঁসি দেওয়া হল তিন মহিলাকে। এই তিনজনের মধ্যে একজনকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়েছে।

Must read

এক সপ্তাহের মধ্যেই ইরানে একই দিনে ফাঁসি দেওয়া হল তিন মহিলাকে। এই তিনজনের মধ্যে একজনকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়েছে। এই তিনজনের বিরুদ্ধেই স্বামীকে খুন করার অভিযোগ ছিল। একটি স্বেচ্ছাসেবী সংস্থা তিন মহিলার ফাঁসির খবর প্রকাশ করেছে। ফাঁসির খবর প্রকাশ্যে আসতেই একাধিক মানবাধিকার সংগঠন এই সর্বোচ্চ শাস্তির কড়া নিন্দা করেছে।

আরও পড়ুন-ঘুমের ওষুধ

চলতি বছরের জুলাই পর্যন্ত এই তিনজনকে নিয়ে মোট ১০ মহিলাকে ফাঁসি দেওয়া হল ইরানে। ২০১০ থেকে ২০২১ পর্যন্ত ১৬৪ জন মহিলাকে ফাঁসি দিল তেহরান প্রশাসন। সব মিলিয়ে ইরানে এ পর্যন্ত মোট ৩০৬ জনকে ফাঁসি দেওয়া হয়েছে। যে তিনজনকে ফাঁসি দেওয়া হয়েছে, তাঁরা হলেন সেনোবার জালালি, সোহেইলা আবেদি, ফারানাক বেহেস্তি। সেনোবার জালালিকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়েছে। সেনোবার আদতে আফগানিস্তানের নাগরিক।

Latest article