কিছুটা হলেও এল স্বস্তির বার্তা। আগামিকাল থেকে ঝড়-বৃষ্টির (rain cyclone)সম্ভাবনা রয়েছে রাজ্যজুড়ে। শুক্রবার পর্যন্ত পরিস্থিতি আরামদায়ক থাকবে বলেই মনে করা হচ্ছে। মঙ্গলবার ও বুধবার পর্যন্ত রাজ্যজুড়ে কমলা সতর্কবার্তা জারি থাকবে। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামিকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ৫০-৬০ কিমি/ ঘণ্টা গতিবেগে ঝড় বইতে পারে। বজ্রপাত নিয়ে বিশেষ সতর্কতা রয়েছে। শিলাবৃষ্টির ফলে চাষিদের বিপদ বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে ।
আরও পড়ুন-বাজি শিল্পে ক্লাস্টার গড়তে চাইছে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রীর নির্দেশে তৈরি কমিটি, জানালেন ফিরহাদ
উত্তরবঙ্গে এক থেকে দু’টি জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আগামিকাল থেকে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। তাপপ্রবাহের কোনও সতর্কতা নেই। সব মিলিয়ে গোটা বাংলা জুড়েই কিছুটা হলেও আরামের আভাস পাওয়া যাচ্ছে বলেই মনে করছে সকলে। গত কয়েকদিন ধরে যেভাবে গরম বেড়েছে তাতে রাস্তায় বেরোনো বিপজ্জনক হয়ে উঠেছে।