রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা

স্বস্তি আসবে বৃষ্টির জন্য। রবিবার ৯ জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ঝড়-বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও।

Must read

আজ রবিবার (Sunday) কলকাতা সহ দক্ষিণবঙ্গের আরও বেশি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির (rainfall) সম্ভাবনা। রবিবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার আবহাওয়া পরিবর্তন হতে চলেছে। স্বস্তি আসবে বৃষ্টির জন্য। রবিবার ৯ জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ঝড়-বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও।

আরও পড়ুন-ঘরে বসেই এবার কাটুন মেট্রোর টিকিট

আগামী ২৪ ঘন্টায় নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে দক্ষিণবঙ্গের উপকূলে ও পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা বেশি। দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

আরও পড়ুন-হলদিয়া মেচেদা রাজ্য সড়কে পথ দুর্ঘটনা, আহত ২৭

কলকাতাতেও রবিবার থেকে মঙ্গলবার-এর মধ্যে ঝড় বৃষ্টি হতে পারে। সোম ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা।উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আগামী ৪/৫ দিন সিকিম ও উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আগামী ৪৮ ঘন্টায় মালদহ ও দুই দিনাজপুরে কয়েকটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা।

 

Latest article