আড়াই ঘণ্টায় টিকিট শেষ

প্রথমে এই টুর্নামেন্ট শ্রীলঙ্কায় হওয়ার কথা থাকলেও সেখানকার রাজনৈতিক অস্থিরতার জন্য পরে তা সরিয়ে আনা হয়েছে সংযুক্ত আরব আমিরশাহিতে

Must read

দুবাই, ১৬ অগাস্ট : আড়াই ঘণ্টায় নিঃশেষ হয়ে গেল ভারত-পাক ম্যাচের প্রথম ব্যাচের টিকিট। তবে এটাই প্রত্যাশিত ছিল। মরুদেশে এই দুই দেশের খেলা নিয়ে বরাবরই উত্তেজনা চরমে থাকে। দুবাই ও শারজায় হবে এশিয়া কাপ। উদ্বোধনী ম্যাচ ২৭ অগাস্ট। পরের দিন মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। অনলাইনে বিক্রি হচ্ছে এশিয়া কাপের টিকিট। অনেকেই অনলাইনে দীর্ঘ অপেক্ষার পর টিকিট না পেয়ে হতাশ। তবে তাঁদের আশ্বস্ত হওয়ার কারণ রয়েছে। উদ্যোক্তারা পরের ব্যাচের টিকিট ছাড়বেন শীঘ্রই। তবে সেগুলির দাম বেশি।

আরও পড়ুন-বহরমপুর জেল ছাড়ল ৯ বন্দিকে

ভারত-পাক ম্যাচের টিকিটের তীব্র চাহিদা থাকলেও অন্য ম্যাচের টিকিট কিন্তু পাওয়া যাচ্ছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে সোমবার থেকে টিকিট বিক্রি শুরু হবে জানানো হলেও সময় বলা হয়নি। এতে কখন বিক্রি শুরু হবে বুঝতে না পেরে অনেকে ভোর সাড়ে চারটে থেকে ওয়েবসাইটে ভিড় জমান। পরের ব্যাচের টিকিট কবে বিক্রি শুরু হবে তা এখনও জানানো হয়নি। ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে হবে এশিয়া কাপের খেলা। প্রথমে এই টুর্নামেন্ট শ্রীলঙ্কায় হওয়ার কথা থাকলেও সেখানকার রাজনৈতিক অস্থিরতার জন্য পরে তা সরিয়ে আনা হয়েছে সংযুক্ত আরব আমিরশাহিতে।

Latest article