গ্রামে হাজির বাঘ, ভয় দেখিয়ে ধরা পড়ল রাতে

Must read

সংবাদদাতা, কুলতলি : দুর্যোগ কাটতে না কাটতে কুলতলির ভুবনেশ্বরী গ্রামে বাঘের আতঙ্ক। ধানখেতে লুকিয়ে রয়েছে বাঘ, পায়ের ছাপ দেখে অনুমান গ্রামবাসীদের। মঙ্গলবার সাতসকালে ভুবনেশ্বরী গ্রামের নস্করঘেরি এলাকার মানুষ ধানখেতে বাঘের পায়ের ছাপ দেখতে পান। মুহূর্তেই গ্রামে বাঘ ঢোকার খবর ছড়িয়ে পড়ে। খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা ঘরের দরজা-জানলা বন্ধ করে রাখেন। কিছু লোকজন একত্রিত হয়ে লাঠিসোঁটা নিয়ে গ্রামের ঢোকার মুখে পাহারা দিতে শুরু করেন।

আরও পড়ুন : তন্ত্রসাধনায় কাটল জিভ

যাতে কোনওভাবে বাঘটি বাড়িতে ঢুকতে না পারে। বাঘ ঢোকার খবর পেয়েই বন দফতরের রায়দিঘি রেঞ্জের কর্মীরা নদীপথে জাল, ঘুমপাড়ানি বন্দুক নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন। বাঘ ঢোকাকে ঘিরে এলাকায় উত্তেজনা থাকায় ঘটনাস্থলে গিয়েছে স্থানীয় মৈপীঠ উপকূল থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী। উল্লেখ্য, কয়েকদিন ধরেই সুন্দরবনের জঙ্গল থেকে একটি বাঘিনী রাতের অন্ধকারে নদী সাঁতরে কুলতলির লোকালয়ে চলে আসছে। আপন খেয়ালে জঙ্গলে ফিরে যাচ্ছে। তাতেই ঘুম ছুটে যায় স্থানীয়দের। শেষে অনেক ভয় দেখিয়ে দক্ষিণরায় ধরা পড়ে রাতে।

Latest article