‘শের’-এর উদ্যোগে বাঘ দিবস

সেই উদ্দেশ্যেই পালিত হল সোসাইটি ফর হেরিটেজ এন্ড ইকোলজিক্যাল রিসার্চেস (শের) এর উদ্যোগে আয়োজিত হল বাঘ দিবস।

Must read

প্রতিবেদন : প্রকৃতি ও বন্যপ্রাণ সংরক্ষণ একটি চলমান আহ্বান। সেই উদ্দেশ্যেই পালিত হল সোসাইটি ফর হেরিটেজ এন্ড ইকোলজিক্যাল রিসার্চেস (শের) এর উদ্যোগে আয়োজিত হল বাঘ দিবস। পরিবেশ রক্ষা, বনবাসীদের অবদানের স্বীকৃতি এবং বাঘ সংরক্ষণের সংকল্পে যুক্ত ব্যক্তিদের সম্মানিত করা হয়।

আরও পড়ুন-সুশৃঙ্খল মহরম, পুরস্কৃত করল প্রশাসন

এই সংগঠন মনে করে, বাঘ কেবলমাত্র জাতীয় পশু নয়, বরং এটি ভারতের আত্মার প্রতীক। এই বছরে শেরের বার্তা ছিল, বন্যপ্রাণ সংরক্ষণ কখনওই বনবাসী মানুষকে উপেক্ষা করে সম্ভব নয়। তাঁদের কাজ তাই বনভিত্তিক জনসমাজকে সম্পৃক্ত করে একটি টেকসই সহাবস্থানের পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। শের এবং চিত্রশিল্পী বাপ্পা ভৌমিকের সহযোগিতায় আয়োজিত হতে চলেছে একটি বিশেষ শিল্প প্রদর্শনী, যেখানে ৩৩ জন খ্যাতনামা শিল্পী বাঘকে কেন্দ্র করে ছবি আঁকবেন। আগামী ২৭ থেকে ৩১ জুলাই, কলকাতায় এই প্রদর্শনী হবে।

Latest article