সংবাদদাতা, কুলতলি : বুধবার সকালে কুলতলি থানার দেউলবাড়ি-দেবীপুর গ্রাম পঞ্চায়েতের পেটকুলচাঁদ এলাকায় দেখা যায় বাঘের টাটকা পায়ের ছাপ (Tiger Footprint in kultali)। মুহূর্তের মধ্যেই পেটকুলচাঁদ সহ পাশের সাবুর আলিকাটা এলাকা জুড়ে ব্যাপক বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে। সেই খবর পাওয়া মাত্রই বনদফতরের রায়দিঘি রেঞ্জের অন্তর্গত কুলতলি বিট অফিসের কর্মীরা ঘটনাস্থলে যান এবং সেই ছাপ দেখে বাঘের বলে চিহ্নিত করেন। এরপরে ঘটনাস্থলে চলে আসেন রায়দিঘির রেঞ্জার সহ আরও অন্যান্য বনকর্মীরা। বাঘের পায়ের ছাপকে (Tiger Footprint in kultali) ঘিরে এলাকায় যাতে কোনওরকম আইন শৃঙ্খলার অবনতি না হয় সে কারণেই ঘটনাস্থলে পৌঁছে যায় কুলতলি থানার পুলিশ কর্মীরাও। এই মুহূর্তে ওই এলাকায় বাঘের পায়ের ছাপ দেখেই বাঘের অবস্থান জানার চেষ্টা চালাচ্ছে বনকর্মীরা। তবে বনদফতর সূত্রের খবর, আজমলমারি এক নম্বর জঙ্গল থেকে বাঘটি কোনওভাবে বেরিয়ে চলে এসেছিল পেটকুলচাঁদ এলাকায়। পায়ের ছাপ অনুযায়ী পূর্ণবয়স্ক পুরুষ বাঘ হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা গড়ানোর আগেই বনকর্মীরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন বাঘের অবস্থান জানার।