বিজেপি শাসিত মধ্যপ্রদেশে (madhya pradesh) একের পর এক বাঘের মৃত্যু! আর এদিকে সোমবার প্রধানমন্ত্রী বিশ্ব বন্যপ্রাণী দিবসে গুজরাতের গির জাতীয় উদ্যানে গিয়ে দেখছেন সিংহ। মধ্যেপ্রদেশে খাবার আর জল না পেয়েই কি পরপর মৃত্যু হচ্ছে বাঘের? একমাসে চারটি বাঘের মৃত্যু মধ্যপ্রদেশে। সম্প্রতি বালাঘাটে একটি বাঘের দেহ উদ্ধার হয়েছে। একমাসে এতগুলি বাঘের মৃত্যুতে এবার প্রাণীর নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে বিজেপি সরকার।
আরও পড়ুন- চুঁচুড়া: শেষরক্ষা হল না, বিয়ের দিনই মৃত্যু হল গুলিবিদ্ধ পুলিশকর্মীর
শনিবার কটঙ্গী রেঞ্জের মুন্ডীওয়াড়া সার্কলে কোদমী বিটে ফের একটি বাঘের দেহ উদ্ধার হয়েছে। নেপথ্যে কারণ কী? কেন খতিয়ে দেখছে না মধ্যেপ্রদেশের (madhya pradesh) বনদফতর।
বনাধিকারিক ও পশু চিকিৎসকদের একাংশের মতে, খাবার-জল না পেয়েই বাঘগুলি প্রাণ হারাচ্ছে। শনিবার যে বাঘটির দেহ উদ্ধার হয়েছে, সেই পুরুষ বাঘটির গলায় তার জড়ানো ছিল। অন্য বাঘের সঙ্গে লড়াইয়ে জখম হয়েছিল সে। তারপরেই তার দেহ উদ্ধার হয়।