আন্তর্জাতিক

আইএসআইয়ের নিরাপত্তায় বহাল তবিয়তে টাইগার

প্রতিবেদন : ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণের মাস্টারমাইন্ড টাইগার মেমন (Tiger Memon) বহাল তবিয়তে রয়েছে পাকিস্তানের মাটিতেই। ভারতের শত্রু ও ঘোষিত ওই জঙ্গিকে শুধু আশ্রয় দেওয়াই নয়, ভিভিআইপি নিরাপত্তা দিয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। সংবাদমাধ্যম সূত্রে সেইসঙ্গে টাইগারের সাম্প্রতিক একটি ছবিও সামনে এসেছে। বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে, করাচিতে পাক সেনাবাহিনীর ডিফেন্স হাউজিং অথরিটির অধীনে তৈরি বিলাসবহুল বাংলোই এখন ঠিকানা মোস্ট ওয়ান্টেড জঙ্গি টাইগার মেমনের। যে বাংলোয় পাক সরকারের তরফে বরাদ্দ করা হয় পাকিস্তানের উচ্চপদস্থ সেনা আধিকারিকদের জন্য, সেখানেই মুম্বই বিস্ফোরণের মূলচক্রী ঘাঁটি গেড়ে রয়েছে।
নিজেদের মাটিতে টাইগার মেমনের (Tiger Memon) অস্তিত্ব বারবার অস্বীকার করে গিয়েছে পাকিস্তান। তবে এনআইএ’র তরফে সরকারি নথিতে ২টি ঠিকানা দেওয়া হয়েছে। এর মধ্যে একটি হল, HOUSE NO- 34A, STREET-29, PHASE-V, DHA KARANCHI, PAKISTAN যা পাক সেনার তৈরি এক বিলাসবহুল বাংলো। শুধু তাই নয়, মুম্বই হামলার প্রধান চক্রী দাউদ ইব্রাহিমের বাংলোর কাছেই অবস্থিত টাইগারের এই বাংলো। সংবাদমাধ্যমে এই বাংলোর যে ভিডিও প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে, বাংলোর চারপাশে ২৪ ঘণ্টা কড়া নিরাপত্তায় রয়েছে সশস্ত্র নিরাপত্তারক্ষীরা। চারপাশে রয়েছে অজস্র সিসিটিভি ক্যামেরা। এনআইএ’র তরফে টাইগারের দ্বিতীয় যে ঠিকানা দেওয়া হয়েছে সেটি হল HOUSE NO- 1/A2, GOLF COURSE ROAD-1, PHASE IV, DHA, KARACHI PAKISTAN. এখানে টাইগারের নিজস্ব একটি অফিসও রয়েছে। অত্যন্ত কড়া নিরাপত্তার ঘেরাটোপে মাঝেমধ্যে এই অফিসে যায় টাইগার। সেখানে দাউদের মাদক সহ অন্যান্য অবৈধ কারবার সামাল দেয় এই জঙ্গি। আর এই গোটা এলাকা মুড়ে রাখা আছে সিসিটিভির নজরদারিতে। জানা গিয়েছে, এখানে ভারতের অন্যতম শত্রু টাইগার মেমনের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন আইএসআই-এর শীর্ষ কর্তারা। মাঝেমধ্যে দাউদ ইব্রাহিম সহ অন্যান্য জঙ্গিনেতাদের সঙ্গে বৈঠকও হয় এই গোপন ঘাঁটিতে।
উল্লেখ্য, ১৯৯৩ সালের ১২ মার্চ একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠেছিল আরব সাগরের তীর। চারিদিকে আর্তনাদ, হাহাকার এক লহমায় বদলে দিয়েছিল রক্তস্নাত বাণিজ্যনগরীর চিত্র। ভারতের মাটিতে সবথেকে নৃশংস ও জঘন্য জঙ্গি হামলা ছিল এটি। এই বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন ২৫৭ জন। আর এই ভয়ঙ্কর হামলার নেপথ্যে ছিল দাউদ ইব্রাহিম। তারই অন্যতম সহযোগী এই টাইগার মেমন। পাকিস্তানের সহযোগিতায় মুম্বইয়ে কলঙ্কিত ধারাবাহিক বিস্ফোরণের ৩০ বছর পর এবার প্রকাশ্যে এল পাকিস্তানে ঘাঁটি গেড়ে থাকা টাইগার মেমনের বাংলো ও তার সম্পর্কে তথ্য। টাইগারকে হাতে পাওয়া না গেলেও বিস্ফোরণ কাণ্ডের আরেক শাগরেদ তথা টাইগারের ভাই ইয়াকুব মেমনের ফাঁসি ইতিমধ্যেই কার্যকর হয়েছে।

আরও পড়ুন- বেঙ্গালুরুতে ছাত্রছাত্রীদের দিয়ে স্কুলের শৌচালয় পরিষ্কার করানোর ভিডিও ভাইরাল

Jago Bangla

Recent Posts

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

6 seconds ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

2 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

6 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

6 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

6 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

6 hours ago