ফাঁদে পা দিল না বাঘ, বদলে ফেলল ‘ডেরা’

Must read

সংবাদদাতা, পুরুলিয়া : পায়ের ছাপ দেখে এলাকা চিহ্নিত করে পাতা হয়েছিল ফাঁদ। কিন্তু ঝাড়খণ্ড থেকে ঝাড়গ্রাম হয়ে পুরুলিয়ায় ঢুকে পড়া বাঘ (Tiger) সেই ফাঁদের ধারে-কাছেও গেল না। উল্টে শুক্রবার রাতেই বোরো থানার নেকড়ে গ্রামের কাছে রাস্তা পারাপার করে সে গিয়ে ঢুকল মানবাজার দু’নম্বর ব্লকের আঁকরো হাতিরামগোড়ার পাশের জঙ্গলে। আঁকরো হাতিরামগোড়ার পাশের জঙ্গলের পথেই মিলেছে পায়ের ছাপ। ফের শনিবার জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে এলাকা। শুধু তাই নয়, বাঘকে আকৃষ্ট করতে আলিপুর চিড়িয়াখানা থেকে আনা হয়েছে বাঘিনির মূত্র। সেই মূত্র ছড়ানো হয়েছে পেতে রাখা ফাঁদের পাশে। এই মূত্রে আকৃষ্ট হয়ে বাঘ ফাঁদে ঢুকতে পারে। আয়োজন শেষ করে শুরু হয়েছে প্রতীক্ষা। যেহেতু এই বাঘের কলার নেই, তাই চারদিক ঘিরে সতর্ক নজর রাখছেন বনকর্মীরা। কংসাবতী দক্ষিণ বনবিভাগের ডিএফও পুরবী মাহাতো জানিয়েছেন, জিনাতের পথ ধরেই বাঘটি এগিয়েছে। বাঘটি শীঘ্র ধরা পড়বে। বনকর্মীরা বাঘটিকে স্বচক্ষে দেখেননি। নেকড়ার কাছে বাঘটিকে (Tiger) রাস্তা পারাপার করতে দেখেছেন এক মোটরবাইক আরোহী। এর আগেও বাঘটিকে যমুনাগোড়ার কাছে জল খেতে দেখেছিলেন দু’জন রাখাল। ঝাড়খণ্ডের চান্ডিল এলাকাতেও বাঘ দেখেছেন অনেকে।
বনদফতরের কর্মীরা পায়ের ছাপ দেখে নিশ্চিত, সেটি বাঘেরই। তাই সতর্কতায় খামতি রাখছেন না তাঁরা। অতন্দ্র নজর রেখেছেন কর্মীরা।

আরও পড়ুন- খুনের ষড়যন্ত্র ফাঁস! অল্পের জন্য রক্ষা, অডিও বার্তায় জানালেন দেশ-ঘরছাড়া হাসিনা

Latest article