শুধুমাত্র সঙ্গিনীর খোঁজে এক রাজ্য থেকে আরেক রাজ্যে পৌঁছে গিয়েছে বাঘ (Tiger Johnny)। মহারাষ্ট্রের টিপেশ্বর অভয়ারণ্য থেকে তেলেঙ্গানায় চলে গিয়েছে তার গলায় বাঁধা ছিল রেডিও কলার। সেই কলার থেকে এই তথ্য মিলেছে। বাঘটি অতিক্রম করে ফেলেছে ইতিমধ্যে ৩০০ কিলোমিটার পথ।
আরও পড়ুন- আবাস প্রকল্প নিয়ে বড় ঘোষণা রাজ্যের
বাঘটির নাম জনি (Tiger Johnny)। তার বয়স ৭ বছর। সে গত অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহে মহারাষ্ট্রের নান্দেদ জেলার কিনওয়াত তালুকা থেকে যাত্রা শুরু করেছিল। সে পেরিয়ে গিয়েছে নির্মল জেলার কুন্তলা, সারাঙ্গাপুর, মামাদা, পেম্বি মণ্ডল, হায়দরাবাদ-নাগপুর এনএইচ-৪৪ জাতীয় সড়ক। এখন সে চলেছে তিরানি অঞ্চলের দিকে।
আদিলাবাদের জেলা অরণ্য আধিকারিক প্রশান্ত বাজিরাও পাতিল এ প্রসঙ্গে জানাচ্ছেন, “পুরুষ বাঘ প্রায়ই এমন বিরাট পথ অতিক্রম করে যায় যখন তারা একটিও বাঘিনীর খোঁজ পায় না নিজের এলাকায়। এই সফরে সে ৫টি শাবককে হত্যা করেছে। গরু শিকারও করেছে।”গত বছর দেখা মিলেছিল মহারাষ্ট্রের এক বাঘের। সে অবশ্য সঙ্গিনীর সন্ধানে পেরিয়ে গিয়েছিল ২ হাজার কিমি।