এবার গোসাবায় বাঘের আতঙ্ক, মিলল পায়ের ছাপ, প্রস্তুত বনকর্মীরা

Must read

সুস্মিতা মণ্ডল, গোসাবা : কুলতলির (Kultali) পর ফের লোকালয়ে বাঘের (Tiger) পায়ের ছাপ। বাঘের ভয়ে আতঙ্কিত গোসাবা (Gosaba)। খবর পাওয়ামাত্রই বাঘকে খাঁচাবন্দি করতে ময়দানে নেমে পড়েছেন বন দফতরের আধিকারিকরা। বাঘবন্দি করতে পাতা হয়েছে জাল। শুক্রবার বছরের শেষ দিন। বাঘের আতঙ্কে ঘরবন্দি গোসাবার (Gosaba) এলাকাবাসীরা। গ্রামবাসীরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে গোসাবার সাতজেলিয়ার চরঘেরি এলাকা সংলগ্ন জঙ্গলে ঢুকে পড়ে বাঘ (Tiger)। স্থানীয়রা বিষয়টি টের পাওয়ার পর স্বাভাবিকভাবেই তীব্র আতঙ্ক ছড়ায় এলাকায়। পটকা ফাটিয়ে বাঘ তাড়ানোর চেষ্টার পাশাপাশি খবর দেওয়া হয় বন দফতরে। দীর্ঘক্ষণ পার হয়ে গেলেও এখনও হদিশ মেলেনি বাঘের। তবে এলাকায় পাওয়া গিয়েছে একাধিক পায়ের ছাপ। স্থানীয়দের দাবি, ম্যানগ্রোভের জঙ্গলে লুকিয়ে রয়েছে দক্ষিণরায়। বন দফতরের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই জঙ্গলে জাল পাতা হয়েছে। তবে বাঘ ধরা না পড়া পর্যন্ত শান্তি নেই স্থানীয়দের। কিছুদিন আগেই কুলতলিতে ঢুকে পড়েছিল সুন্দরবনের বাঘ। টানা পাঁচদিনের চেষ্টায় বাঘটিকে ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করেন বন দফতরের কর্মীরা। এরপর এই বাঘটিকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর ছেড়ে দেওয়া হয় গভীর জঙ্গলে।

আরও পড়ুন-কল্পতরু উৎসব এবং শ্রীশ্রীরামকৃষ্ণের বাণী

Latest article