কুলতলিতে ফের বাঘের আতঙ্ক

তবে রবিবার সকালেও বাঘের দেখা পাওয়া যায়নি। বাঘ যাতে লোকালয়ে যেতে না পারে, সেজন্য জাল দিয়ে ঘেরা শুরু হয়েছে।

Must read

প্রতিবেদন : ফের বাঘের আতঙ্ক ফিরল সুন্দরবনে। এবারও ঘটনাস্থল কুলতলি। তবে মইপীঠ নয়। শনিবার সন্ধ্যা থেকে বাঘের আতঙ্ক ছড়িয়েছে কুলতলির দেউলবাড়ি গ্রামে। স্থানীয় সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় মাতলা ও মাকড়ি নদীর সংযোগস্থল দিয়ে একটি বাঘকে লোকালয়ে ঢুকতে দেখেন এক মৎস্যজীবী।

আরও পড়ুন-বিজেপি জোটের প্রধানের দুর্নীতি, নালিশ তৃণমূলের

তারপর গ্রামের আশপাশে একের পর এক বাঘের পায়ের ছাপ চোখে পড়তেই ছড়ায় আতঙ্ক। খবর পেয়ে রাতেই ছুটে ঘটনাস্থলে আসে পুলিশ ও বন দফতরের কর্মীরা। রাত থেকেই শুরু হয়েছে তল্লাশি। বাঘ ধরতে খাঁচাও বসানো হয়েছে। তবে রবিবার সকালেও বাঘের দেখা পাওয়া যায়নি। বাঘ যাতে লোকালয়ে যেতে না পারে, সেজন্য জাল দিয়ে ঘেরা শুরু হয়েছে।

Latest article