১০ জন মানুষ মেরেছিল, শেষে গুলিতে মরল বাঘ

Must read

প্রতিবেদন : শেষ পর্যন্ত গুলি করে মারা হল মানুষখেকোকে। বিহারের (Bihar- Tiger) পশ্চিম চম্পারণে এক মানুষখেকো বাঘের পেটে গিয়েছে ১০ জন মানুষ। পশ্চিম চম্পারণের বাল্মীকি ব্যাঘ্র অভয়ারণ্যের পার্শ্ববর্তী অঞ্চলে রীতিমতো আতঙ্ক সৃষ্টি করেছিল বাঘটি। শেষ ২৭ দিনে বাগাহা ও সংলগ্ন গ্রামে তার পেটে গিয়েছিল নয়জন। এ ঘটনায় তীব্র ক্ষোভ ছড়ায় সাধারণ মানুষের মধ্যে। বাঘটিকে ধরা বা মেরে ফেলার দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। মানুষের জীবন বাঁচাতে চিফ ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন প্রভাতকুমার গুপ্ত শেষ পর্যন্ত বাঘটিকে দেখামাত্র গুলি করে মেরে ফেলার নির্দেশ দেন। ওই নির্দেশ মেলার পরই শ্যুটারদের একটি দল কাজে নামে। ড্রোন ক্যামেরার সাহায্যে বাঘটিকে খুঁজে বের করার চেষ্টা চলে। শেষ পর্যন্ত শনিবার সকালে ওই বাঘটিকে গুলি করে মারেন এক শিকারি। জানা গিয়েছে, শুক্রবারই ওই মানুষখেকোর পেটে যায় ডুমারি গ্রামের সঞ্জয় মাহাতো নামে বছর ৩৪-এর এক ব্যক্তি। বৃহস্পতিবার সিগাডি গ্রামে বাগাডি কুমারী নামে ১২ বছরের এক নাবালিকাকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যায় বাঘটি। গত ১০ দিনে তার আক্রমণে প্রাণ হারিয়েছেন পাঁচজন। বিশেষজ্ঞরা জানিয়েছেন, কোনও বাঘ তখনই নরখাদক হয়ে ওঠে যখন সে অসুস্থ হয় কিংবা তার বয়স হয়ে যায়। সম্ভবত অন্য কোনও বাঘের সঙ্গে মারামারি করতে গিয়ে ওই বাঘটি জখম হয়েছিল। তারপর থেকেই সে সহজ শিকার হিসেবে মানুষকে বেছে নেয়। উল্লেখ্য, পশ্চিম চম্পারণের বাল্মীকি ব্যাঘ্র অভয়ারণ্যে প্রায় ৪০টি বাঘ (Bihar- Tiger) রয়েছে।

আরও পড়ুন-দীপাবলির আগেই দাম বাড়ল সিএনজি ও পিএনজির

Latest article