বাথটব-ওআরএস-পাখা-শাওয়ার-মিষ্টি জল, বাঘ বাঁচাতে পদক্ষেপ

Must read

সংবাদদাতা, ঝড়খালি : মাঘের শীত বাঘের গায়ে বলে প্রবাদ আছে। এদিকে ভরা বোশেখের প্রবল গরমেও (Summer Season) বেহাল সুন্দরবনের বাঘেরা (Tiger)। তাদের ত্রাতা বনকর্মীরা। স্নানের জন্য বাথটাব, খাওয়ার মিষ্টি জল, চানের শাওয়ার— বিবিধ ব্যবস্থা রাখা হয়েছে। তবে এই ব্যবস্থা জঙ্গলের বাঘেদের জন্য নয়, সুন্দরবনের পুনর্বাসন কেন্দ্রের বাঘেদের জন্য। দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালিতে গড়ে তোলা হয়েছে বনবিভাগের ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্র। পোশাকি নাম সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমাল পার্ক। সেখানে রাখা হয় অসুস্থ বাঘেদের। শুশ্রূষা হয়। ওই পার্কে এখন রয়েছে দুটি বাঘ ও একটি বাঘিনী। প্রবল গরমে তাদের সুস্থ রাখতে প্রতিদিন প্রায় ৭-৮ লিটার করে খাওয়ানো হচ্ছে ওআরএস মেশানো জল। সঙ্গে যাবতীয় ওষুধ। গরমের জন্য খাবারের মেনুতে প্রতিদিন ৫-৬ কেজি করে মোষের মাংস দেওয়া হচ্ছে। স্নানের জন্য দুটি বাঘের ঘরে বাথটব বসেছে। একটির ঘরে খোঁড়া হয়েছে পুকুর। প্রতিটি বাথটাব এবং পুকুরেই থাকছে মিষ্টি জল। প্রতিদিন পাল্টানো হচ্ছে জল। গরম থেকে বাঁচতে মাঝে মধ্যেই বাথটবে শরীর ডুবিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে বাঘগুলিকে। রয়েছে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থাও। পাইপের সাহায্যে জল ছিটিয়ে বৃষ্টির মতো করে দেওয়া হচ্ছে গায়ে। রাখা হয়েছে বিরাট পাখা। দিনে তিনবার করে স্নান করানো হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের (Tiger) গরম (Summer Season) কমাতে। তাদের একটু স্বস্তি দিতে।

আরও পড়ুন: বহরমপুর ও জঙ্গিপুরে পথে নামল ‘উইনার্স স্কোয়াড’

Latest article