সংবাদদাতা, শিলিগুড়ি : বেঙ্গল সাফারি পার্কে তৈরি করা হচ্ছে টাইগার জোন (Tiger Zone)। নতুন উদ্যোগে খুশি পর্যটকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের বেঙ্গল সাফারি পার্কে মাত্র দুটি বাঘ দিয়ে শুরু হয়েছিল যাত্রাপথ, দিন বদলে প্রায় এক দশক পর সেই বাঘের সংখ্যা বেড়ে দাঁড়াল প্রায় ১৪টি। সফল প্রজনন প্রক্রিয়া ও বাড়তে থাকা বাঘের পরিবারকে আরও ভাল পরিবেশ দিতে এবার বড় পদক্ষেপ নিল সাফারি পার্ক কর্তৃপক্ষ। বাঘের বাচ্চা ও তার পরিবারের জন্য বাড়ানো হচ্ছে টাইগার এনক্লোজারের (Tiger Zone) আয়তন। বর্তমানে সাফারি পার্কে ২০ হেক্টর বিস্তৃত এলাকা জুড়ে রয়েছে এনক্লোজার, তবে এই পরিসর বাঘেদের জন্য যথেষ্ট নয় বলে জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ। তাই কেন্দ্রীয় রাজ্য জু অথরিটির অনুমতি নিয়ে আরও ২০ হেক্টর জায়গা জুড়ে নতুন করে টাইগার জু তৈরির কাজ শুরু করেছে সাফারি পার্ক কর্তৃপক্ষ। ইতিমধ্যেই এলাকা জুড়ে শুরু হয়েছে দ্রুত ফেন্সিং তৈরির কাজ, ডিসেম্বরের শেষের দিকেই প্রথম ধাপের কাজ শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সাফারি পার্ক কর্তৃপক্ষ। এনক্লোজারের আকার বাড়লে পর্যটকদের জন্যে ভালভাবে বিস্তীর্ণ এলাকা জুড়ে টাইগার সাফারি করার সুযোগ মিলবে, পাশাপাশি বাঘেদের আরও স্বাচ্ছন্দ্যযুক্ত বাসস্থান মিলবে বলে জানিয়েছেন বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর ই বিজয়। তিনি আরও জানান, বাঘেদের সংখ্যা বাড়ার কারণেই আরও বেশি জায়গার প্রয়োজন হচ্ছে। এর মধ্যে সাফারি পার্কের মূল আকর্ষণ সাদা বাঘ ও তার দুই ছানার এনক্লোজার পরীক্ষা পর্যটকদের কাছে ব্যাপক সাড়া ফেলেছে। শাবকেরা নতুন পরিবেশে বেশ মানিয়ে নিয়েছে বলে দাবি করেছেন তিনি।
আরও পড়ুন-ডায়মন্ড হারবারে স্প্যানিশ মিডিও

