সংবাদদাতা, কোচবিহার : ২৯ জানুয়ারি সোমবার কোচবিহারে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার রাসমেলা মাঠে হবে সভা এবং সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান। গোটা কোচবিহারবাসী অপেক্ষায় রয়েছেন দিনটির। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানেই উন্নয়নের ঘোষণা। মানুষের জন্য আরও নতুন ভাবনা। সভাস্থলেও জোরকদমে চলছে প্রস্তুতি।
আরও পড়ুন-র্যাকেট উপহার, নীরজে মুগ্ধ রজার
বৃহস্পতিবার সন্ধেয় এই মর্মে হয় একটি প্রস্তুতি বৈঠকও। ছিলেন কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা, সুপার দ্যুতিমান ভট্টাচার্য প্রমুখ। জেলাশাসক জানিয়েছেন, কোনদিকে মঞ্চ বাঁধা হবে, কীভাবে উপস্থিত সকলের বসার আয়োজন করা হবে সেসবই খতিয়ে দেখা হচ্ছে। যেহেতু কোচবিহারে প্রচন্ড ঠান্ডা তাই উপস্থিত মানুষের জন্য বসার জায়গা ঠিক কীভাবে করা যাবে সে বিষয়টিও দেখা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায় জানান, মুখ্যমন্ত্রী কোচবিহারে আসবেন শুনে সকলেই উচ্ছ্বসিত। ব্যাপক ভিড় হবে সরকারি অনুষ্ঠান মঞ্চে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে প্রস্তুত কোচবিহারের বাসিন্দারা। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর জেলা সফরের কথা ছড়িয়ে পড়েছে। প্রচুর সংখ্যায় দলের কর্মী ও সাধারণ মানুষ ভিড় করবেন এই অনুষ্ঠানে৷