সংবাদদাতা, ডায়মন্ডহারবার: পুজোর আগে কড়া নিরাপত্তা দক্ষিণ ২৪ পরগনার জেলা পুলিশের। ডায়মন্ড হারবার (Diamond Harbour) জেলা পুলিশের এসপি বিশপ সরকার ও অ্যাডিশনাল এসপি (জোনাল) মিথুনকুমার দে জানান, ২১০০টির মতো পুজো রেজিস্টার করা হয়েছে। দুটো হেডকোয়ার্টার করা হচ্ছে, যেখান থেকে চলবে একটানা নজরদারি।
আরও পড়ুন-তামিলনাড়ুতে টিভিকে প্রধান বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে মৃত ৩১, আহত বহু
এছাড়াও ট্রাফিক নিয়ে ২৩ খানা পয়েন্ট করা হয়েছে। সিসিটিভি মনিটরিং করা হবে সর্বক্ষণ। ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হবে। ডিজে বাজানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রশাসন সাফ জানিয়েছে, ভুয়ো খবর ছড়ালে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। মহিলাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। কোনও রকম আতশ বাজি ফাটানো যাবে না। এছাড়াও একটা ২৪ ঘন্টা হেল্প লাইন খোলা হয়েছে, যার নম্বর ৬২৮৯২৪৭৫৩৩। চার তারিখের মধ্যে সমস্ত ঠাকুর বিসর্জন করতে হবে। এবারের কার্নিভাল অনুষ্ঠিত হবে মহেশতলায়।