কড়া নিরাপত্তায় মহালয়ার ভোরে ঘাটে ঘাটে তর্পণ

আজ, ১৪ অক্টোবর শনিবার পিতৃপক্ষ শেষ হল। তাছাড়া আজ আশ্বিন মাসের অমাবস্যা তিথি। এই দিনটি শনিচরি অমাবস্যা হিসেবেও পরিচিত।

Must read

মহালয়া (Mahalaya) থেকেই শুরু হয়ে যায় পুজোর আমেজ। আজ থেকেই পিতৃপক্ষের অবসান ও মাতৃপক্ষের সূচনা। মহালয়ার ভোর মানে মহিষাসুরমর্দিনী আর সঙ্গে তর্পণ। পিতৃপুরুষের উদ্দেশ্যে বিভিন্ন ঘাটে ঘাটে তর্পণের ভিড় আজকের বিশেষত্ব। কিন্তু এই ভিড়ের মধ্যে যেকোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘাটগুলিতে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে রাজ্যের তরফে। গঙ্গার ঘাটগুলির নিরাপত্তা পরীক্ষা করে নেওয়া হয়েছিল।

আরও পড়ুন-হাওড়ার সাঁকরাইলে ইমামির ভোজ্য তেলের গুদামে আগুন

মহালয়ার সকালে দক্ষিণেশ্বর মন্দিরের পাশে গঙ্গার ঘাটেও তর্পণের দৃশ্য লক্ষ্য করা গিয়েছে। গঙ্গাস্নান সেরে পুজো দেন অনেকে। প্রতি বছরের মতো এবারও অগণিত ভক্ত ভিড় জমিয়েছেন মন্দির চত্বরে। এদিন পূর্বপুরষদের উদ্দেশ্যে তর্পন করে তাঁর পরিবার। প্রতি বছরের মতো এবারও কলকাতা ও হাওড়ার প্রায় সব ঘাটে তর্পণের আয়োজন করা হয়েছে। শোভাবাজার, আহিরীটোলা, বাগবাজার ঘাট, মায়ের ঘাটে তর্পণ করা হচ্ছে।

আরও পড়ুন-৬ মাসে ৩ বড় আইটি সংস্থার কর্মীসংকোচন

কলকাতার ঘাটের ভাঙা সিঁড়ি ঠিক করা হয়েছে। ঘাটগুলি পরিষ্কার করে আবর্জনামুক্ত করা হয়েছে। গঙ্গার ঘাটে যাতে কোনরকম অঘটন না ঘটে, সেদিকে কড়া নজরদারি রাখা হয়েছে। প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছিল। ভিড়ের মধ্যেই সাদা পোশাকে পুলিশ ছিল। জলপুলিশের তরফেও এদিন নজরদারি চলে ঘাটগুলিতে। আজ, ১৪ অক্টোবর শনিবার পিতৃপক্ষ শেষ হল। তাছাড়া আজ আশ্বিন মাসের অমাবস্যা তিথি। এই দিনটি শনিচরি অমাবস্যা হিসেবেও পরিচিত।

 

Latest article