সেঞ্চুরিয়ন, ১৩ নভেম্বর : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত (Team India)। সৌজন্যে তিলক ভার্মা। বুধবার সেঞ্চুরিয়নের ২২ গজে ব্যাট হাতে রীতিমতো রাজত্ব করলেন তিনি। তিলকের সেঞ্চুরি ও অভিষেক শর্মার (২৫ বলে ৫০) হাফ সেঞ্চুরির সুবাদে প্রথমে ব্যাট করে ২১৯ রান তুলেছিল ভারত। পাল্টা ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা আটকে গেল ২০৮ রানে। ফলে ১১ রানে ম্যাচ জিতে নিলেন সূর্যকুমার যাদবেরা।
এদিনও শুরুটা ভাল হয়নি ভারতের (Team India)। প্রথম ওভারের দ্বিতীয় বলেই আউট সঞ্জু স্যামসন (০)। সিরিজের প্রথম ম্যাচে ঝোড়ো সেঞ্চুরির পর, টানা দুটো ম্যাচে শূন্য রানে আউট হলেন সঞ্জু। যদিও তিলক ও অভিষেক আগ্রাসী মেজাজে ব্যাট করে সেই চাপ কাটিয়ে দেন। পরপর বেশ কিছু ম্যাচে রান পাননি অভিষেক। কিছুটা হলেও চাপে পড়ে গিয়েছিলেন তরুণ বাঁ হাতি ওপেনার। সেঞ্চুরিয়ানের এই হাফ সেঞ্চুরি আত্মবিশ্বাস জোগাবে অভিষককে।
আরও পড়ুন-ন্যায্যমূল্যের ওষুধের দোকানে ছাড় বেড়ে হল ৮৫ শতাংশ
আরেক তরুণ বাঁ-হাতি তিলক তো রীতিমতো রাজত্ব করলেন দক্ষিণ আফ্রিকার বোলারদের উপরে। বাঁ হাতি স্পিনার কেশব মহারাজের এক ওভারে তো ২১ রান তুললেন তিনি। মাত্র ৫১ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিলক। আইপিএলে ঝুড়ি ঝুড়ি রান করলেও টিম ইন্ডিয়ার জার্সিতে সেভাবে নিজেকে মেলে ধরতে পারছিলেন না বাঁ হাতি মুম্বইকর। এদিন দক্ষিণ আফ্রিকার বোলিংকে ক্লাবস্তরে নামিয়ে এনেছিলেন তিলক। শেষ পর্যন্ত তিনি ৫৬ বলে ১০৭ করে অপরাজিত থাকেন। তবে আরও একবার হতাশ করলেন সূর্যকুমার। মাত্র ১ রান এল তাঁর ব্যাট থেকে। রিঙ্কু সিংও (৮) রান পেলেন না। হার্দিক পান্ডিয়া চালিয়ে খেলে ১৮ রান করে আউট হন। অভিষেক ম্যাচ খেলতে নামা কেকেআরের রমণদীপ সিং ৬ বলে ১৫ করে শেষ ওভারে রান আউট হন।
রান তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। কিছুটা লড়াই করলেন হেনরিখ ক্লাসেন ও মার্কো জেনসেন। ক্লাসেন ২২ বলে ৪১ ও জেনসেন ১৭ বলে ৫৪ রান করেন। শেষ ওভারে অর্শদীপ সিং জেনসেনকে আউট করতেই দক্ষিণ আফ্রিকার আশা শেষ হয়ে যায়। অর্শদীপ ৩টি উইকেট দখল করেন। ২টি উইকেট পান বরুণ চক্রবর্তী। এদিন এক অদ্ভুত ঘটনার সাক্ষী রইল সেঞ্চুরিয়ন। দক্ষিণ আফ্রিকার ইনিস এক ওভার গড়ানোর পরেই পোকার উৎপাতে খেলা কিছুক্ষণ বন্ধ রাখতে বাধ্য হন আম্পায়াররা। ফ্লাড লাইটের আলোয় উড়তে থাকা অজস্র পোকা ক্রিকেটারদের চোখে ঢুকে যাচ্ছিল বারবার। প্রায় কুড়ি মিনিট পর, পোকার উৎপাত কমলে খেলা ফের শুরু হয়।