বঙ্গ

সময় কম, শুনানি কবে শেষ হবে? নির্বাক কমিশন

প্রতিবেদন : কমিশনের সার-শুনানিতে (SIR_Election Commission) এখনও হেনস্থা-হয়রানি অব্যাহত। কমিশনের নির্দেশিকা সত্ত্বেও মঙ্গলবার নৈহাটিতে এসআইআরের শুনানিতে হাজিরা দিতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। এদিকে আবার ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’র নামে প্রায় এক কোটি মানুষকে শুনানিতে ডাকা হয়েছে, কিন্তু এত মানুষের শুনানি শেষ করার সময় কোথায়? ডেডলাইন পয়লা ফেব্রুয়ারি, শুনানি শেষ হবে তো? প্রশ্ন তুলে ফের কমিশনের কাছে চারদফা দাবি জানাল তৃণমূল কংগ্রেস। বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে ডেপুটেশন দিল তৃণমূলের প্রতিনিধি দল। এদিন সন্ধ্যায় তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধি দল সিইও-র সঙ্গে দেখা করে ৪ দফা দাবি-সহ সহ ডেপুটেশন তুলে দেয়। সিইও-সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিনিধি দলের অন্যতম সদস্য সাংসদ পার্থ ভৌমিক জানিয়েছেন, আমরা দু-তিন অপেক্ষা করব। নির্বাচন কমিশনের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয় কিনা দেখব। লজিক্যাল ডিসক্রেপ্যান্সি নিয়ে কোনও সদুত্তর না পেলে বাংলার মানুষের জন্য দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে পদক্ষেপ নেব।

আরও পড়ুন-আউট্রাম ঘাটে আজ মুখ্যমন্ত্রী

তৃণমূলের দাবি, লজিক্যাল ডিসক্রেপ্যান্সি নিয়ে কোনও নির্দিষ্ট তথ্য-তালিকা কারও কাছে নেই। বিপুল সংখ্যক মানুষকে শুনানিতে ডাকা হয়েছে। একেকটা বিধানসভায় যদি ৪০ হাজার মানুষকে শুনানিতে ডাকা হয়, তাহলে ১ ফেব্রুয়ারির মধ্যে হিয়ারিং শেষ করা সম্ভব? কমিশনের (SIR_Election Commission) কাছে লোক আছে ২০ জন। একেকজন ১০০ জনের শুনানি করলেও দিনে ২ হাজার! বাদবাকি কী হবে? কমিশন আগে বলেছিল, যাদের ছোটখাটো ভুলত্রুটি আছে, তাঁদের আসতে হবে না। এখন দেখা যাচ্ছে, সবাইকেই ডাকা হচ্ছে! এর শেষ কোথায়? ডেপুটেশনে তৃণমূলের আরও বক্তব্য, যাঁরা দীর্ঘদিন বাংলায় থাকেন অথচ কোনও কাগজপত্র নেই, তাঁরাও যাতে ভোটাধিকার থেকে বঞ্চিত না হন— তা নিয়ে কমিশন কী ভেবেছে জানতে চেয়েছে প্রতিনিধি দল। শুধুমাত্র ঠিকঠাক কাগজ না থাকায় যাতে দীর্ঘদিনের বৈধ ভোটাররা বাদ না পড়েন, তার জন্য কমিশনেরই তদারকিতে কোনও বিকল্প ব্যবস্থা করার কথা বলা হয়েছে।

মঙ্গলবার নৈহাটিতে সার-শুনানিতে গিয়ে মৃত অবসরপ্রাপ্ত রেলকর্মী রত্না চক্রবর্তীর নাম, ছবি-সহ প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে এদিন সন্ধ্যায় সিইও দফতরে হাজির হয় তৃণমূলের প্রতিনিধি দল। সাংসদ পার্থ ভৌমিক ছাড়াও ছিলেন রাজ্যের চার মন্ত্রী ডাঃ শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, শিউলি সাহা ও পুলক রায়। সিইও-র হাতে ডেপুটেশন তুলে দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ পার্থ ভৌমিক জানান, আমরা বলেছিলাম অসুস্থ কিংবা বয়স্কদের বাড়িতে গিয়ে শুনানি হোক। কমিশন অর্ডার দিয়েছে, কিন্তু বিএলও স্তরে সেই নির্দেশ বাস্তবায়িত হচ্ছে না। যার ফলে মৃত্যু বাড়ছে। ওঁরা আশ্বাস দিয়েছেন, বিএলওদের পুনরায় নির্দেশ দেওয়া হবে। পাশাপাশি, রেডিও-টিভিতেও প্রচার করা হবে। পাশাপাশি, পরিযায়ী শ্রমিক কিংবা পড়ুয়াদের ভার্চুয়াল শুনানির দাবিতেও মৌখিক আশ্বাস দিয়েছেন সিইও। জানিয়েছেন, বিবেচনা করে দেখা হচ্ছে!

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

10 minutes ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

33 minutes ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

37 minutes ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

46 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

51 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

1 hour ago