প্রতিবেদন : রাজ্য সরকার (West Bengal Government) বিভিন্ন শিল্প সংস্থার অমীমাংসিত কর সংক্রান্ত মামলা নিষ্পত্তির সময়সীমা আরও একমাস বাড়িয়েছে। এই সময় ব্যবসায়ীরা বকেয়া কর, সুদ, পেনাল্টি, লেট ফি ইত্যাদি মামলা (Tax related cases) এককালীন নামমাত্র টাকায় মেটানোর সুযোগ পাবেন। আগে রাজ্য সরকার বিভিন্ন ট্রাইব্যুনাল বা কোর্টে নিষ্পত্তির অপেক্ষায় থাকা শিল্প সংস্থার অমীমাংসিত কর সংক্রান্ত মামলা নিষ্পত্তির জন্য ৩০ জুন পর্যন্ত সুযোগ দিয়েছিল। বিভিন্ন শিল্প সংগঠন ও বণিকসভার অনুরোধে সেই সময়সীমা ৩১ জুলাই পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রাজ্যের অর্থ দফতর জানিয়েছে। চলতি বছর ১ এপ্রিল প্রকল্পটি চালু হয়। প্রথম আড়াই মাসেই ১২ হাজার সংস্থা এই প্রকল্পের সুযোগ নিয়েছে বলে অর্থ দফতর সূত্রে জানা গিয়েছে। এই খাতে রাজ্যের আয় হয়েছে ১০০ কোটি টাকার বেশি।
আরও পড়ুন- অভিন্ন দেওয়ানি বিধি অতি উত্তম প্রস্তাব, কিন্তু…
জিএসটি চালুর আগে কর সংক্রান্ত (Tax related cases) যেসব বিরোধ আদালত পর্যন্ত গড়িয়েছে এবং নিষ্পত্তি হয়নি, সেগুলির বকেয়া করের ১৫ শতাংশ মেটালে সংস্থাগুলি তাদের আর্থিক বিবরণী আরও অনেক বেশি স্বচ্ছ রাখতে পারবে বলে দাবি অর্থ কর্তাদের। তা শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে অনেকটাই আর্থিক রেহাই দেবে। ভ্যাট, সিএসটি এবং সেলস ট্যাক্সের ক্ষেত্রে এভাবে বিরোধের মীমাংসা করা যাবে ১৫ শতাংশ কর মিটিয়ে। এক্ষেত্রে পেনাল্টি, সুদ এবং লেট ফি বাবদ যেটুকু বকেয়া আছে, সেখানেও ১০০ শতাংশ রেহাইয়ের সুযোগ পাবেন করদাতারা। এন্ট্রি ট্যাক্সের ক্ষেত্রে বকেয়া করের ৫০ শতাংশ মেটালেই মীমাংসা সম্ভব হবে। এক্ষেত্রে পেনাল্টি ও অন্যান্য বকেয়া দেওয়ার প্রয়োজন নেই। ট্রান্সপোর্ট সংস্থাগুলিও রাজ্য সরকারের এই স্কিমের আওতায় আসতে পারবে। সেক্ষেত্রে কর বকেয়া রাখার জন্য যে পেনাল্টি দেওয়ার কথা, তার ২ শতাংশ বা ১৫ হাজার টাকা— দুইয়ের মধ্যে যেটি কম, সেটুকু মিটিয়ে দিলেই হবে। রাজ্য সরকার জানিয়েছে, গত অর্থবর্ষ পর্যন্ত বিভিন্ন কোর্ট ও ট্রাইব্যুনালে ২৫ হাজার মামলা ঝুলেছিল। তাদেরই এই সুযোগ করে দেয় রাজ্য।