ত্রিপুরায় জোট ছেড়ে হুঙ্কার তিপ্রামোথার, বাংলাদেশি অনুপ্রবেশ বন্ধ করতে ব্যর্থ বিজেপি

Must read

প্রতিবেদন : এবার বিজেপিতে মোহভঙ্গ হল তিপ্রামোথার (Tipra Motha)। অভিযোগ সেই বিশ্বাসভঙ্গ ও প্রতিশ্রুতি না রাখার। ত্রিপুরার এই আঞ্চলিক দলটি বিজেপির উপর এতটাই ক্ষিপ্ত যে তারা বিজেপি সরকারের থেকে সমর্থন প্রত্যাহার করতেও তৈরি। শনিবার সাংবাদিক বৈঠক করে তিপ্রামোথা (Tipra Motha) নেতৃত্ব সাফ জানিয়েছেন, ত্রিপুরায় বাংলাদেশিদের অনুপ্রবেশ বন্ধ করতে না পারলে তাঁরা সমর্থন প্রত্যাহার করতে পিছপা হবেন না। গোটা বিষয়টি তাঁরা কেন্দ্রের বিজেপি নেতাদের জানাতে, তাঁদের কাছে ডেপুটেশন দিতে পদযাত্রা করে দিল্লির উদ্দেশে রওনা হয়েছেন।
বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে ডেবিট মুরা সিং জানান, বাংলাদেশি অনুপ্রবেশ একটি আন্তর্জাতিক সমস্যা। এই সমস্যা নিরসনে রাজ্য সরকারের ভূমিকা সদর্থক নয় তাই এই অনুপ্রবেশ রুখতে এবার দিল্লিতে পদযাত্রার মাধ্যমে কেন্দ্রীয় নেতৃত্বদের উদ্দেশ্যে বার্তা দেবেন। বাংলাদেশি অনুপ্রবেশের কারণে রাজ্যের অনেক লোক তাঁদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। নিজের জায়গায় থেকে নিজেদের সংগ্রাম করতে হচ্ছে অস্তিত্ব জানান দিতে। এই বিষয়ে বহু ডেপুটেশন-সহ আন্দোলন হয়েছে কিন্তু তার কোনও সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে দিল্লির উদ্দেশ্যে বাংলাদেশি অনুপ্রবেশ রুখতে পদযাত্রায় শামিল হয়েছেন বলে জানান তিনি।

আরও পড়ুন- রেলের টিকিট বুকিংয়ে নয়া দুর্নীতি, আধার যাচাই করা ইউজার আইডি বিকোচ্ছে ৩৫০ টাকায়!

Latest article