প্রতিবেদন : একটানা দুঃসহ গরমে নাজেহাল কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গের মানুষ। মুক্তি পেতে সবাই এখন আকাশের দিকে তাকিয়ে। কিন্তু দেখা নেই বৃষ্টির। কবে আসবে বৃষ্টি? এখনও নির্দিষ্ট ভাবে কোনও স্বস্তির খবর শোনাতে পারছে না আলিপুর আবহাওয়া অফিস। এরই মধ্যে পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের পূর্বাভাস (Weather Update) দিল হাওয়া অফিস। তারা জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে চলতে পারে তাপপ্রবাহ। তারপর তাপমাত্রা কিছুটা কমতে পারে। কলকাতায় চড়া রোদ ও আদ্রর্তাজনিত অস্বস্তি বজায় থাকবে আরও দিন দুয়েক। বুধবার থেকে শহরের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। তবে শহর কলকাতায় বৃষ্টির কোনও খবর নেই। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরের কয়েকটি জেলায় যেমন কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস (Weather Update) দিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিসের খবর, দু’একদিনের মধ্যেই কালবৈশাখীর প্রবল সম্ভাবনা রয়েছে। তবে সবথেকে খারাপ অবস্থা জঙ্গলমহলের জেলাগুলিতে। বেলা বাড়লেই রোদের তাপে মানুষ রাস্তায় বের হতে পারছেন না। বিভিন্ন এলাকায় জলেরও হাহাকার দেখা দিয়েছে।