প্রতিবেদন: বুধবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে পদপিষ্ট (Tirupati Stampede) হয়ে মৃত্যু হয়েছে এক মহিলা-সহ অন্তত ৬ জনের। বৈকুণ্ঠ একাদশী এবং বৈকুণ্ঠদ্বার দর্শনের কুপন বিক্রির সময় ব্যাপক হুড়োহুড়িতে এই দুর্ঘটনাটি ঘটে। ১০ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত বৈকুণ্ঠ একাদশী এবং বৈকুণ্ঠদ্বার দর্শন উপলক্ষে কুপন বণ্টন চলছিল। তা সংগ্রহের জন্য বুধবার সকাল থেকেই ছিল দীর্ঘ লাইন। প্রায় ৪ হাজারেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন। কিন্তু বুধবার সন্ধ্যায় হঠাৎই ঘোষণা করা হয় কুপন বিলি হবে বৈরাগীপট্টি পার্কে। সকলেই সেখানে একসঙ্গে ছুটে গেলে দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন- ভারতে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ল