অসমের পঞ্চায়েত নির্বাচনে সাফল্য তৃণমূল কংগ্রেসের (TMC Assam)। বিজেপি শাসিত অসমে শক্তি বাড়াচ্ছে ঘাসফুল শিবির। অসমে ৫টি পঞ্চায়েত আসনে জয়ী হয়েছে তৃণমূল প্রার্থীরা। অভিনন্দন জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-স্বাস্থ্যসাথীতে ১ বছরে ৬ হাজার অস্ত্রোপচার, ২০৯১ কোটির পরিষেবা দিল রাজ্য
এই নির্বাচনে তৃণমূল (TMC Assam) মোট ২৮ জন জেলা পরিষদ এবং ৪৪ জন আঞ্চলিক পঞ্চায়েতে প্রার্থীকে মনোনয়ন দিয়েছিল। তাঁদের মধ্যে ৫ জন প্রার্থী জয়ী। জয়ী প্রার্থীরা হলেন কামরূপের আচলপাড়ায় মহম্মদ সফিকুল ইসলাম, দামপুরে বদর আলি শইকিয়া, দরংয়ের বান্দিয়ায় আক্কাস আলি, শ্রীভূমির বিনোদিনীতে ফয়েজ আহমেদ এবং কাছাড় গোবিন্দপুর-আলগাপুর আসনে তৃণমূলের মহিলা প্রার্থী ফরিদা বড়ভুঁইঞা।
সোশ্যাল মিডিয়ায় অভিষেক লিখেছেন, “আমি অসম প্রদেশ তৃণমূল কংগ্রস ইউনিটকে তাদের ঐক্যবদ্ধ এবং নিষ্ঠাবান প্রচেষ্টার জন্য অভিনন্দন জানাই। প্রতিটি অর্জন, যত ছোটই হোক না কেন আমাদের সম্মিলিত প্রচেষ্টা ও অঙ্গীকারের ফসল। অসমে তৃণমূল কংগ্রেস ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করছে।”