কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রেড রোডে লাগাতার ধরনা কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস। নেত্রী নিজে শুক্র ও শনিবার টানা ৪৮ ঘণ্টা ধরনায় নেতৃত্ব দিয়েছেন। রাতও কাটিয়েছেন রেড রোডে। শনিবার দ্বিতীয় দিন বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ১০০ দিনের বঞ্চিত ২১ লক্ষ জব কার্ড হোল্ডারকে ২১ ফেব্রুয়ারির মধ্যে তাঁদের বকেয়া মজুরি মিটিয়ে দেবে রাজ্য সরকার। ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি সেই টাকা পেয়ে যাবেন ভুক্তভোগীরা। তবে এই ধরনা চলবে। বাংলার বঞ্চিত মানুষের ন্যায্য বকেয়ার দাবিতে রেড রোডে ধরনা চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
ধরনার প্রথমদিনই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, ৪ ফেব্রুয়ারি থেকে শাখা সংগঠনগুলি ধরনায় নেতৃত্ব দেবে। এক-একদিন এক-এক শাখা সংগঠনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রবিবার তৃতীয় দিনের ধরনার দায়িত্ব নেত্রী দিয়েছেন তৃণমূল যুব কংগ্রেসকে। সেখানে ছাত্রদেরও হাজির থাকতে বলা হয়েছে। পরের দিন আবার দায়িত্বে তৃণমূল ছাত্র পরিষদ। এরপর একে একে তৃণমূল মহিলা কংগ্রেস সহ ট্রেড ইউনিয়ন, সংখ্যালঘু সেল ধরনা পালন করবে। কলকাতা শহরতলির জেলা সংগঠন ধরনা পালন করবে রেড রোডে।
আরও পড়ুন- স্মরণে দুই চলচ্চিত্র পরিচালক
রবিবার ছাত্র-যুবদের সকলকে সকাল ১০টার মধ্যে ধরনা মঞ্চে এসে উপস্থিত হতে বলেছেন তৃণমূল সুপ্রিমো। রবিবারের কর্মসূচি নিয়ে তৃণমূল যুব সভানেত্রী সায়নী ঘোষ বলেন, কেন্দ্রের অন্যায়, বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ চলবে। তৃণমূল কংগ্রেসকে আটকাতে পারবে না বিজেপি। ছলচাতুরি করে বাংলার বকেয়া টাকা আটকে রেখেছে। লড়াই করছেন বাংলার অগ্নিকন্যা। ওদের অহংকারটা ভাঙার দরকার।