রাজনীতি

দশমীর রাতে আক্রান্ত দলের যুবনেতা, দোষীদের শাস্তির দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দলের

প্রতিবেদন : পুজো মিটতে না মিটতেই ফের ত্রিপুরায় শাসক বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত তৃণমূল। দশমীর রাতে যুব তৃণমূলের স্টিয়ারিং কমিটির সদস্যকে মারধরের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ত্রিপুরা প্রদেশ তৃণমূলের অভিযোগ, গতকাল শুক্রবার রাতে বাড়ির সামনেই পুজো মণ্ডপে যুব তৃণমূলের স্টিয়ারিং কমিটির সদস্য শান্তনু সাহার ওপর চড়াও হয় দুষ্কৃতীরা। কিছু বুঝে ওঠার আগেই তাঁকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় আক্রান্ত যুব তৃণমূল নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় বিজেপি নেতৃত্ব এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে দোষীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।

বিজেপির মদতেই এ ধরনের ঘটনা ঘটছে বলে সরাসরি দাবি করেছেন ত্রিপুরা তৃণমূলের স্টিয়ারিং কমিটির সভাপতি সুবল ভৌমিক। তাঁর কথায়, ত্রিপুরায় দুর্গাপুজো খুব বড় উৎসব। সারাবছর ত্রিপুরাবাসী পুজোর দিনগুলির জন্য অপেক্ষায় থাকে। কিন্তু ত্রিপুরার বিজেপি সরকার মানুষকে সেই উৎসব শান্তিতে পালন করতে দেয়নি। অষ্টমীর রাতে ধর্মনগরে বিজেপি দুষ্কৃতীরা তৃণমূলের কার্যালয় ভাঙচুর করে। দশমীর রাতে রাজ্যের প্রতিষ্ঠিত যুবনেতা শান্তনু সাহার উপর তার বাড়ি বনমালীপুরে কাছেই চড়াও হয় ১০-১২টি বাইকে চেপে আসা দুষ্কৃতীরা। রাতের অন্ধকারে হেলমেটে মুখ ঢেকে মারধর করে শান্তনুকে। তারা বলতে থাকে, বনমালীপুরে কেউ তৃণমূল করতে পারবে না।

আরও পড়ুন : ভোটে জিতে রাষ্ট্রসঙ্ঘে নির্বাচিত ভারত, লজ্জাজনক হার পাকিস্তানের

সুবল ভৌমিক রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে নিশানা করে বলেন, “যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলে পুলিশ, বিচার ব্যবস্থা আমার হাতে, সেই রাজ্যে এমন ঘটনা তো স্বাভাবিক। পুলিশ রাজ, মাফিয়া রাজ কায়েম করে রাজ্যে শাসন করছে বিপ্লব দেব। কিন্তু মানুষ এখন অনেক সংঘবদ্ধ। তাই আর দিনের আলোয় নয়, রাতের অন্ধকারে বিরোধীদের উপর আক্রমণ চালাচ্ছে শাসক দলের গুন্ডারা। চম্বলের ডাকাতদের মতো বিজেপি সরকার ত্রিপুরায় লুটপাটের রাজনীতি শুরু করেছে। সাড়ে তিন বছরের শাসনে মানুষের নাভিশ্বাস উঠছে। কেন্দ্রীয় নেতৃত্বকে সব জানিয়েছি। তাঁরা প্রতিনিয়ত যোগাযোগ করছেন আমাদের সঙ্গে। উৎসব মিটলেই বৃহত্তর আন্দোলন হবে ত্রিপুরায়।”

এই ঘটনার প্রতিবাদে আজ, শনিবার বিকেলে শান্তিপূর্ণ ভাবে আন্দোলনের মাধ্যমে পূর্ব আগরতলা থানা ঘেরাওয়ের সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, দুর্গাপুজোর ঠিক আগেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন যুবনেতা শান্তনু সাহা। ঘাসফুল শিবিরে যোগ দেওয়ার পর সেখানে দুর্দান্ত ভাবে সংগঠনের কাজ করছিলেন এই তৃণমূল যুবনেতা। সেই আক্রোশ থেকেই বিজয়া দশমীর রাতে পরিকল্পনা করে তাঁকে মারধর করা হয়েছে বলেই দাবি শান্তনুর।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

2 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

2 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

3 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago