নির্বাচনের আগেই এগিয়ে তৃণমূল

শিলিগুড়ি পুরসভা নির্বাচন শেষ হবার পর থেকেই মহাকুমা পরিষদ এলাকার তৃণমূল নেতৃত্ব প্রচার এর মাঝেই প্রার্থী বাছাই পর্ব সেরে ফেলেছেন।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : মহকুমা পরিষদ নির্বাচনে প্রচার ও প্রার্থী তালিকা চূড়ান্ত করতে অন্য রাজনৈতিক দলের থেকে অনেকটা এগিয়ে তৃণমূল কংগ্রেস। জুন মাসের শেষে মহাকুমা পরিষদ নির্বাচন হবে তা ধরে নিয়ে বহু আগে থেকেই প্রচার শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ মহাকুমা পরিষদ এলাকার প্রতিটি ও অঞ্চলভিত্তিক সম্মেলন করেন। যেখানে অন্য রাজনৈতিক দল প্রচার শুরু করেনি। আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা রয়েছে সভানেত্রীর হাতের তালুতে।

আরও পড়ুন-ড্রোন উড়িয়ে জমি সমীক্ষা

শিলিগুড়ি পুরসভা নির্বাচন শেষ হবার পর থেকেই মহাকুমা পরিষদ এলাকার তৃণমূল নেতৃত্ব প্রচার এর মাঝেই প্রার্থী বাছাই পর্ব সেরে ফেলেছেন। শিলিগুড়ি মহকুমা পরিষদের মোট ৯টি আসন রয়েছে। পঞ্চায়েত সমিতির আসন রয়েছে ৬৬টি। আর গ্রাম পঞ্চায়েতে আসন রয়েছে ৪৮২টি। ইতিমধ্যে মহাকুমা পরিষদ ও পঞ্চায়েত সমিতির প্রার্থী তালিকা রাজ্য নেতৃত্ব হাতে তুলে দিয়েছে যা আগামী এক দু’দিনের মধ্যে রাজ্য নেতৃত্ব প্রকাশ করবে। শিলিগুড়ি মহকুমা পরিষদের প্রাক্তন বিরোধী দলনেতা তথা তৃণমূল নেতৃত্ব কাজল ঘোষ কে খড়িবাড়ি এলাকায় প্রচার করতে দেখা যায়। তিনি বলেন মহাকুমা পরিষদ নির্বাচনের বিষয়ে দলীয় কর্মীদের সঙ্গে তিনি আলোচনা করছেন। এখনো পর্যন্ত নির্বাচন কমিশন ঘোষণা না করলেও জুন মাসের শেষে যে নির্বাচন হচ্ছে তা নিশ্চিত।

Latest article